• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ম্যানচেস্টার ডার্বি খেলা হবে না আগুয়েরোর

    ম্যানচেস্টার ডার্বি খেলা হবে না আগুয়েরোর    

    ইনজুরির কারণে অন্তত চার ম্যাচ থেকে ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো। আগামী মাসের ৭ তারিখ ম্যানচেস্টার ডার্বিতে তাই খেলা হচ্ছে না তার। 

    শাখতার দোনেতস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন আগুয়েরোর না থাকার ব্যাপারটি। টেন্ডন সমস্যার কারণে ছিটকে পড়েছেন আগুয়েরো। তবে নির্দিষ্ট কতদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সেটা বলতে পারেননি গার্দিওলা। বলেছেন, কয়েক সপ্তাহের জন্য আগুয়েরোকে পাচ্ছে না তার দল। ডিসেম্বরের ৭ তারিখ ইতিহাদে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতেও আগুয়েরো দলে বাদ পড়বেন কী না সে প্রশ্নের জবাবে গার্দিওলা বলেছেন, "হ্যাঁ"।  

    প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে সিটির শেষ ম্যাচে ইনজুরি নিয়ে ৭৬ মিনিটে মাঠ ছেড়েছিলেন আগুয়েরো। ম্যাচটি ২-১ গোলে জিতে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছিল সিটি। কিন্তু আগুয়েরো যে ছিটকে যাচ্ছেন পরের কয়েক সপ্তাহের জন্য সেটা একরকম নিশ্চিত হয়ে ছিল।