২৩ বা ৩০ জুলাই ঢাকায় খেলতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড
ঢাকায় এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের প্রতিনিধি দল। আজ দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলেন তারা। ইউনাইটেড বাংলাদেশে আসবে কি না, সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৩ বা ৩০ জুলাই আসতে পারে ইউনাইটেড। তাদের প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশের ঘরোয়া লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে নির্বাচিত একাদশ। ইউনাইটেডকে আনার উদ্যোগ নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম অন্তর শোবিজ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনাইটেডকে আনার পরিকল্পনা কদিন আগেই জানিয়েছে বাফুফে। প্যাভিলিয়নে বাফুফের সাধারণ সম্পাদক বলেছিলেন, কথাবার্তা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। ইউনাইটেডের চার সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এলে আরও পরিষ্কার চিত্র পাওয়া যাবে। সেই চার সদস্য আজ এসেছেন ঢাকায়। এঁদের মধ্যে আছেন ইউনাইটেডেড় ডিরেক্টর অব ফুটবল অপারেশন্স অ্যালান জন ডসন, ডিরেক্টর অব ট্যুরস অ্যান্ড ফ্রেন্ডলিস ক্রিস্টোফার লরেন্স কোমেন আর ক্লাব কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথিউ চার্লস জোন্স। আজ বাফুফে কার্যালয় থেকে তাঁরা বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখেন। তবে প্রচারমাধ্যমের সামনে তারা মুখ খোলেননি।