• লা লিগা
  • " />

     

    ডি স্টেফানোর রেকর্ড ভেঙে দিলেন হোয়াকিন

    ডি স্টেফানোর রেকর্ড ভেঙে দিলেন হোয়াকিন    

    অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের মাঠ এস্তাদিও বেনিতো ভিয়ামারিনে ম্যাচের প্রথম ২০ মিনিটেই হ্যাটট্রিক করেছেন রিয়াল বেটিস ফরোয়ার্ড হোয়াকিন সানচেজ। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৭ বছর ২৫৫ দিন বয়সে লা লিগায় সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন আলফ্রেডো ডি স্টেফানো। ৫৫ বছর ধরে অক্ষুণ্ণ রেকর্ডটি এবার নিজের করে নিলেন ৩৮ বছর ১৪০ দিন বয়সী হোয়াকিন।

     

     

    ম্যাচের ২ মিনিটেই বিলবাওয়ের জালে বল পাঠিয়েছিলেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড। ১১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান তিনি। ২০ মিনিটে দুর্দান্ত এক শটে হ্যাটট্রিক পূরণ করেন হোয়াকিন। ৩-০ গোলে এগিয়ে থেকেও সহজ জয় পায়নি বেটিস। ইনাকি উইলিয়ামস এবং ইয়ুরি বেরচিশের গোলে আশা জাগিয়েছিল বিলবাও, শেষ পর্যন্ত হেরে হগেছে ৩-২ গোলে। হোয়াকিনের রেকর্ড গড়ার দিনে লা লিগায় ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১-তে আছে বেটিস, ২৬ পয়েন্ট নিয়ে ৬-এ বিলবাও।