• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আবার ওল্ড ট্রাফোর্ডে ফার্গুসন ?

    আবার ওল্ড ট্রাফোর্ডে ফার্গুসন ?    

    দীর্ঘ ৩৭ বছর ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ‘১৩ তে তিনি অবসর নেয়ার পর দায়িত্বে এসেছিলেন ডেভিড ময়েস।...তারপর লুই ফন গাল। কিন্তু, রেড ডেভিলদের প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেন নি কেউই। বরং ধীরে ধীরে আরো অবনতির দিকেই গড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স। ফলে ইউনাইটেড কর্তারা এবার শরণাপন্ন হচ্ছেন পুরোনো গুরুর নিকট। ধারনা করা হচ্ছে, ফন গালকে বরখাস্ত করা হলে ওল্ড ট্রাফোর্ডে আবারো দেখা যেতে পারে প্রিয় ফার্গিকে!

     

    বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের মতে, স্যার অ্যালেক্স ফার্গুসন ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন। তবে এবার ম্যানেজারের ভূমিকায় নয়, রায়ান গিগসের উপদেষ্টা হিসেবেই দেখা যাবে এই স্কটিশকে। ম্যানেজারের দায়িত্ব থেকে অবসর নিলেও ম্যান ইউনাইটেডের সাথে সংযুক্ত রয়েছেন ফার্গুসন। বর্তমানে ওল্ড ট্রাফোর্ডে অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন তিনি। এমনকি এই মৌসুমে রেড ডেভিলদের সব খেলাই দেখেছেন ডিরেক্টর বক্সে বসে। তাই ধারনা করা হচ্ছে প্রিয় শিষ্য রায়ান গিগস ম্যানেজারের দায়িত্ব পেলে তাঁর উপদেষ্টা হতে অরাজি হবেন না এই কিংবদন্তি ম্যানেজার।

     

     

    ফন গাল বিদায় নেবেন, এমন গুঞ্জন বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে। গত একমাস ধরে ইউনাইটেড কর্তারা ফন গালের বদলি হিসেবে আনচেলত্তি, গার্দিওলা ও মরিনহোকে নেয়ার জন্যে চেষ্টা করছিলেন। তবে এখন আবার ঘরের ছেলে গিগসকেই দায়িত্ব দেয়ার গুঞ্জন উঠেছে। তাছাড়া ফন গালও তাঁর উত্তরসূরি হিসেবে রায়ান গিগসের নামই প্রকাশ করেছেন। কিন্তু, গিগসকে দায়িত্ব দেয়ার পিছনে সমস্যা একটাই, অভিজ্ঞতার অভাব। তবে উপদেষ্টা হিসেবে স্যার অ্যালেক্স ফার্গুসনকে পাওয়া গেলে সে সমস্যারও সমাধান হয়ে যাচ্ছে।

     

    স্যার আলেক্স ফার্গুসনের ১৩টি শিরোপার অংশীদার ছিলেন রায়ান গিগস। একদিন ফার্গুসনই উৎসাহ দিয়েছিলেন গিগসকে ম্যানেজার হওয়ার। তাই ফন গালের চাকরি গেলে ইউনাইটেডে একটি স্বপ্নের জুটির দেখা এখন হয়তো সময়ের ব্যাপার।