• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ শেষ ষোল ড্র : কবে, কখন?

    চ্যাম্পিয়নস লিগ শেষ ষোল ড্র : কবে, কখন?    

    চ্যাম্পিয়নস লিগে ২০১৯-২০ মৌসুমের গ্রুপ পর্বের ৬ টি করে ম্যাচের হিসাব-নিকাশ শেষ। শেষ ষোলতে কারা উঠেছে সেটাও নির্ধারণ হয়ে গেছে। চমকের ভেতর গতবারের সেমিফাইনালিস্ট আয়াক্স ও এই মৌসুমে সিরি আতে আপাতত শীর্ষে থাকা ইন্টার মিলান নেই ষোল দলের ভেতর। আর যারা আছে তাদের ভেতর সবচেয়ে বড় চমক আটালান্টা। ইতিহাস গড়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে তারা।

    ৮ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপরা উঠেছে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে গ্রুপ রানার্স আপরা। শেষ ষোলর ড্র-তে একই গ্রুপে থাকা দুই দল একে অন্যকে পাবে না। মুখোমুখি হবে না একই দেশের দুই ক্লাবও। এবার ইংল্যান্ড ও স্পেন থেকে চারটি করে মোট ৮ দল জায়গা করে নিয়েছে শেষ ষোলতে। জার্মানি ও ইতালি থেকে তিনটি করে দল, ফ্রান্স থেকে আছে দুইটি দল। অর্থাৎ ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরে কোনো দলের জায়গা হয়নি এবারের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে।

    গ্রুপ চ্যাম্পিয়ন
    বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লাইপজিগ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ভ্যালেন্সিয়া
    গ্রুপ রানার্স আপ
    রিয়াল মাদ্রিদ, চেলসি, নাপোলি, আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, লিঁও, টটেনহাম হটস্পার, অ্যাটলেটিকো মাদ্রিদ 

    যেভাবে হবে ড্র
    বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারবে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড বাদে যে কোনো দল।
    জুভেন্টাসের সম্ভাব্য প্রতিপক্ষ ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, চেলসি, টটেনহাম ও লিঁও।
    পিএসজি লিঁও ও রিয়াল মাদ্রিদ বাদে যে কোনো দলের মুখোমুখি হতে পারে।
    লিভারপুলের জন্য বিবেচিত হবে না চেলসি, টটেনহাম ও নাপোলি।
    ম্যান সিটির জন্য গ্রুপ রানার্স আপ দুই ইংলিশ দল চেলসি ও টটেনহ্যামের সঙ্গে আটালান্টাও বাদ যাবে।


    ড্র কবে, কখন?
    সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে এবারের শেষ ষোল ড্র। ১৬ ডিসেম্বর, বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। 

    দ্বিতীয় পর্বের খেলা কবে?
    রীতি মেনে এখন লম্বা ছুটিতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। ফেব্রুয়ারির আগে আর দেখা মিলছে না পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ক্লাব টুর্নামেন্টের। ফেব্রুয়ারির ১৮,১৯ ও ২৫, ২৬ তারিখে অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। আর দ্বিতীয় লেগ মার্চের ১০, ১১ ও ১৭, ১৮ তারিখে। এর সেরা ৮ দল নিয়ে মার্চের ২০ তারিখে হবে কোয়ার্টার ফাইনাল ড্র। সেখানেই নির্ধারণ হয়ে যাবে সেমিফাইনালের লাইন আপও।