• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শীর্ষেই থাকলো আর্সেনাল

    শীর্ষেই থাকলো আর্সেনাল    

    ইংলিশ প্রিমিয়ার লীগের ২২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো আর্সেনালই। গতকাল ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটির সাথে গোল শূন্য ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে লিস্টার সিটিও এ সপ্তাহে ড্র করায় ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি থাকলো আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালেরই। 



     

    আরেক শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা আর্সেনাল ও লিস্টারের সাথে কমিয়ে এনেছে পয়েন্ট ব্যবধান। ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা সিটি ভালোভাবেই আবারো শিরোপার লড়াইয়ে ফিরে এসেছে।

     


     

    জমে উঠেছে টপ ফোরের লড়াইও। সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচে লিভারপুলকে অ্যানফিল্ডে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ পয়েন্ট নিয়ে রুনিরা আছে পাঁচ নম্বরে। আর নয়ে নেমে গেছে লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানটি আছে পোচেটিনো'র টটেনহ্যামের দখলেই।

    এ সপ্তাহে সবচেয়ে বেশী গোল দেখেছে চেলসি এভারটন ম্যাচটি। শেষ মুহুর্তে গোল করে এই মৌসুমের দশম হার এড়াতে পারলেও, পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের কোন উন্নতি হয়নি চেলসির। চৌদ্দ নম্বরেই আছে লন্ডনের ক্লাবটি। 


     

    লিস্টার সিটি সাথে ড্র করলেও এখনো পয়েন্ট টেবিলের তলানীতেই আছে অ্যাস্টন ভিলা। রেলিগেশন লড়াইয়ে তাঁদের সঙ্গী সান্ডারল্যান্ড আর সোয়ানসি। মিড-উইকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করার পর এই সপ্তাহেও সেন্ট জেমস পার্কে ওয়েস্টহ্যামকে হারানোয় আপাতত রেলিগেশন থেকে এক ধাপ উপরে আছে নিউক্যাসেল।

    বদলায়নি গোল সর্বোচ্চ গোলদাতার তালিকাও। লুকাকু আর ভার্ডিই আছেন সবার চেয়ে এগিয়ে। দুইজনই ১৫ টি করে গোল করেছেন।