এবার আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট স্থগিত করলো শ্রীলঙ্কা
২০২০ সালে আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট খেলার পরিকল্পনা স্থগিত করেছে শ্রীলঙ্কা। ১৬ ডিসেম্বর বাংলাদেশের সাথে প্রস্তাবিত একমাত্র টেস্ট বাতিলের পর লঙ্কানদের কাছ থেকে এই হতাশাজনক খবর পেল ক্রিকেট আয়ারল্যান্ড। পরিকল্পনা স্থগিত করলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সময়মতই সফরের নতুন সময়সূচি ঘোষণা করবে তারা।
সফর পেছানোর কারণও অবশ্য জানিয়েছে শ্রীলঙ্কার বোর্ড। ব্রডকাস্ট চুক্তর আওতায় না থাকায় আয়ারল্যান্ডের সাথে টেস্টটি পিছিয়ে দিয়েছে তারা। ২০১৩ সালে ৩০ মিলিয়ন মার্কিন ডলারে টেন স্পোর্টসের কাছে সম্প্রচার চুক্তি সই করেছিল লঙ্কানরা। আগামী বছর মেয়াদ শেষ হবে চুক্তিটির। নতুন সম্প্রচার চুক্তি সই করার পরই আয়ারল্যান্ডের সাথে ট্যুরের নতুন সময়সূচি জানাবে তারা।
ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত গলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টেস্টের। তবে টেন স্পোর্টসের সঙ্গে চুক্তি হওয়ার সময় আয়ারয়ল্যান্ড টেস্ট স্ট্যাটাস পায়নি বলেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত বছর আইসিসি থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ড এখন পর্যন্ত টেস্ট খেলেছে তিনটি। ২০১৮ সালে মালাহাইডে পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে নিজেদের মাঠেই টেস্ট অভিষেক হয় আইরিশদের। এরপর আফগানিস্তান এবং ইংল্যান্ডের সাথে দুটি টেস্ট খেলেছে তারা।
আগামী বছরের মার্চে আফগানদের সাথে আবারও টেস্ট খেলার কথা ছিল আইরিশদের, কিন্তু ওই সফরও পেছানোর গুঞ্জন শোনা যাচ্ছে বেশ। বাংলাদেশের সাথে টেস্ট পেছানোর কারণ হিসেবে নিজেদের আর্থিক অবস্থার কথা জানিয়েছিলেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম। টেস্টের পরিবর্তে একটি টি-টোয়েন্টি আয়োজন করবে তারা।