অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যাওয়া হচ্ছে না লেগ স্পিনার রিশাদের
সর্বশেষ গত আগস্টে ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছিলেন। কিন্তু সামনের বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যাওয়া হচ্ছে না লেগ স্পিনার রিশাদ হোসেনের।
আজ বিশ্বকাপের জন্য যে ১৫ জনের দলের নাম ঘোষণা করা হয়েছে, তাতে গত এক বছরে নিয়মিত ক্রিকেটারদের কমবেশি সবাই আছেন। আকবর আলীকে অধিনায়ক ও তৌহিদ হৃদয়কে সহ অধিনায়ক করে রাখা স্কোয়াডে থাকা এই দল গত কিছুদিনে টানা খেলেছে। রিশাদকে অবশ্য এবারের বিপিএলে রংপুরে ছিলেন, একটি ম্যাচও খেলেছেন। কিন্তু অনূর্ধ্ব ১৯ দলে জায়গা পেলেন না, জায়গা হয়নি স্ট্যান্ডবাই ছয়জনের মধ্যেও।
১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে এবারের অ১৯ বিশ্বকাপ। বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে পচেফস্ট্রুমে। গ্রুপে প্রথম দুইটি দলের মধ্যে থাকতে পারলে এরপর কোয়ার্টার ফাইনালের বাধা।
বাংলাদেশ দল
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মোরাদ।
স্ট্যান্ডবাইঃ অমিত হাসান, এসএম মেহরাব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মহন্না, রুবেল মিয়া, আসাদুল্লাহ হিল গালিব।