ওজিল খেললে চীনে দেখা যাবে না আর্সেনালের খেলা
জার্মানদের অভিবাসীদের বিরুদ্ধে অবিচার, বা বর্ণবাদ- অবিচারের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিল। সাম্প্রতিক সময়ে উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের নির্যাতনের খবরেও সরব ছিলেন সাবেক জার্মানি মিডফিল্ডার। ওজিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থাই নিয়েছে চীন। তিনি খেলবেন এমন ম্যাচ সরাসরি সম্প্রচার করবে না চীনের টিভি চ্যানেলগুলো। এভারটনের বিপক্ষে ওজিল আর্সেনাল স্কোয়াডে না থাকায় ম্যাচটি অবশ্য সম্প্রচার করেছিল তারা।
‘টফিস’দের বিপক্ষে আর্সেনালের স্কোয়াডে ওজিলের না থাকা নিশ্চিত হওয়ার পর অনলাইনে ম্যাচটি ইংরেজি ধারাভাষ্য দিয়ে সম্প্রচার করেছিল পিপিটিভি। ডিসেম্বরের ১৩ তারিখ উইঘুর মুসলমানদের নির্যাতনের ব্যাপারে টুইটারে ওজিল লিখেছিলেন, ‘চীনে আল কুর’আন পোড়ানো হয়, মসজিদ-মাদ্রাসা বন্ধ করে হয়েছে, ইসলামিক নেতাদের একে একে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরও চীনের মুসলিমরা নিরব।’
ওজিলের এমন মন্তব্যে চটেছেন চীনের মিডিয়া এবং ফুটবল সমর্থকরা। ‘ওজিল তিয়েবা’ নামে আর্সেনাল মিডফিল্ডারের প্রায় লক্ষাধিক সমর্থকের ফোরামও বন্ধ হয়ে গেছে এমন মন্তব্যের পর। বন্ধের আগে আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘চীনের মানুষ হিসেবে আমরা এসব মেনে নিতে পারছি না। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো সম্পর্কিত, সেখানে অন্য কারো এমন মন্তব্য আমাদের জন্য অপমানজনক।’
ওজিলের মন্তব্যের পরদিনই (১৪ ডিসেম্বর) আর্সেনাল-ম্যানচেস্টার সিটি ম্যাচটি সম্প্রচার করেনি সিসিটিভি এবং পিপিটিভি। তবে সিসিটিভি জানিয়েছে; ওজিল না খেললে আর্সেনালের পরবর্তী ম্যাচগুলো সম্প্রচার করবে তারা।