মৌসুমের শেষ পর্যন্ত বায়ার্নের ম্যানেজার থাকছেন ফ্লিক
নিকো কোভাচকে বরখাস্ত করার পর নিজেদের সাবেক ফুটবলার হান্সি ফ্লিককে অস্থায়ীভাবে নিজেদের ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল বায়ার্ন মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে শুরুটা দুর্দান্ত হয়েছিল তার। ফ্লিকের অধীনে নিজেদের ছন্দ ফিরে পেতে শুরু করেছে বাভারিয়ানরা। নতুন ম্যানেজারের পারফরম্যান্সে সন্তুষ্ট বায়ার্ন বোর্ড জানিয়েছে, অন্তত এই মৌসুমের শেষ পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের ম্যানেজার থাকছেন ফ্লিক।
দায়িত্ব নেওয়ার পর থেকে খেলা ১০ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছেন ফ্লিক। একটা সময় বুন্দেসলিগা টেবিলের ৭-এ ধুঁকতে থাকা বায়ার্ন এখন উঠে এসেছে তিন-এ। শীর্ষে থাকা আরবি লাইপজিগের সাথে পয়েন্টের ব্যবধানটা এখন ৪।
গত সপ্তাহে বায়ার্নের চেয়ে টেবিলে এগিয়ে থাকা দুই দল লাইপজিগ এবং ডর্টমুন্ড ৩-৩ গোলে ড্র করার দিনে ফ্রেইবুর্গকে অতিম মুহূর্তের গোলে হারিয়েছে ফ্লিকের দল। তার অধীনে টটেনহাম হটস্পারকে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে একমাত্র দল হিসেবে গ্রুপপর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন। ফ্লিকে সন্তুষ্ট বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন, 'আমরা হান্সির পারফরম্যান্সে দারুণ খুশি। তার অধীনে খেলার মান, তরুণদের সুযোগ পাওয়া- সব কিছুই ছিল চমৎকার।
ফ্লিককে আপাতত দায়িত্ব দিলেও আগামী মৌসুমে হয়তো বড় কোনো ম্যানেজারকেই দলে আনতে পারে বায়ার্ন। আর্সেন ওয়েঙ্গার, মাসিমিলিয়ানো আলেগ্রি, মাউরিসিও পচেত্তিনোদের নাম শোনা যাচ্ছে এখনও। গত মাসে টটেনহামের ম্যানেজারের পদ থেকে বরখাস্ত পচেত্তিনো জানিয়েছেন, আগামী মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরতে চান তিনি।