দশকের সেরা টেস্ট একাদশ কেমন হবে আপনার?
আরেকটি দশক। ২০১৯ সালের বক্সিং ডে টেস্ট শুরুর আগে এ সময়ে টেস্ট খেলেছেন ৫৯৮ জন ক্রিকেটার। তাদের মধ্য থেকে বেছে নিতে হবে ১১ জনকে। ওপেনার, তিন নম্বর, মিডল অর্ডারে দুইজন, একজন অলরাউন্ডার, একজন উইকেটকিপার, তিনজন পেসার, একজন স্পিনার- এভাবে সাজাতে হবে একাদশ।
যেসব ক্ষেত্রে একাধিক জনকে বেছে নিতে হবে, সেসব ক্ষেত্রে প্রথম অপশনে যাকে ভোট দেবেন, পরের বার তাকে দেবেন না। যেমন- ওপেনার ১ হিসেবে অ্যালেস্টার কুককে নিলে ওপেনার ২ হিসেবে তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবেন। ৩ নম্বর থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটসম্যান, পেসারদের ক্ষেত্রেও তাই। উইকেটকিপার, অলরাউন্ডার, স্পিনার- এ তিন ক্ষেত্রে অবশ্য বেছে নিতে হবে একজনকেই।
অধিনায়কের ক্ষেত্রে যাকে বেছে নেবেন, তিনি যেন আপনার পছন্দের একাদশে থাকেন- নিশ্চিত করবেন সেটি।
আপনার একাদশ কেমন হলো, সেটি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভোট দেওয়ার শেষ সময় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আপনাদের পছন্দের একাদশ এরপর প্রকাশ করা হবে প্যাভিলিয়নে।