• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'বড়দিনের ছুটিতে এমন ফিক্সচার দেওয়া অপরাধ'

    'বড়দিনের ছুটিতে এমন ফিক্সচার দেওয়া অপরাধ'    

    লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা, লিগ ওয়ান- বড়দিন এবং শীতকালীন ছুটিতে আছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ৪টিই। ডিসেম্বরের এই সময়টায় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমাররা যখন ছুটি উপভোগ করছেন পরিবার-পরিজনদের সাথে, তখনও মাঠের লড়াই নিয়ে ভাবতে হচ্ছে প্রিমিয়ার লিগের দলগুলোর। ইংল্যান্ডের ব্যস্ত সূচিতে চটেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। বড়দিনের ছুটির মত সময়ে এরকম জমাট ফিক্সচার বানানোকে অপরাধ বলে মনে করছেন তিনি।

    বড়দিনের পরের রাতেই বক্সিং ডে (২৬ ডিসেম্বর)-তে মাঠে নামছে প্রিমিয়ার লিগের দলগুলো। ফুরসত নেই এই ম্যাচের পরও, আগামী শনি এবং রবিবারও (২৮ এবং ২৯ ডিসেম্বর) আছে প্রিমিয়ার লিগের খেলা। লা লিগার ফুটবলাররা মাঠে ফিরবেন ৪ জানুয়ারি, সিরি আ-এর খেলা গড়াবে ৫ তারিখ থেকে। নেইমাররা ফিরবেন ১১ জানুয়ারি। ক্লপ মনে করেন; এরকম ফিক্সচার সূচি মেনে নেওয়া কঠিন, 'এরকম ব্যস্ত সূচি আসলেই অগ্রহণযোগ্য। লিগে দুই ম্যাচের মধ্যে আমরা ৪৮ ঘণ্টাও বিরতি পাচ্ছি না, এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বক্সিং ডে-তে খেলতে সমস্যা নেই আমাদের। কিন্তু ২৬-এর পর আবারও ২৮ ডিসেম্বর মাঠে নামা প্রায় অসম্ভব।'

     

     

    'এ বছর আমরা ২৬ তারিখের পর ২৯ তারিখ মাঠে নামব। এই অতিরিক্ত একদিনকেই ছুটি বলে মনে হচ্ছে আমাদের!' ক্লপ মনে করেন; এরকম সূচিত ফুটবলারদের শারীরিক এবং মানসিকভাবেও চাপে ফেলতে পারে, 'আমরা যাই বলি না কেন, এই ব্যাপার নিয়ে কেউ কিছু শুনছে না। প্রতি ম্যাচের পর শারীরিকভাবে চাঙ্গা হতে কিছুটা সময় লাগে। কিন্তু ফুটবলারদের স্বাস্থ্যের কথা আমরা এড়িয়ে যাচ্ছি পুরোপুরি।'

    ২৬ ডিসেম্বর টেবিলের দুইয়ে থাকা লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ২৯ তারিখ অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথেয়তা দেবে ক্লপের দল। প্রিমিয়ার লিগে অবশ্য এই মৌসুম থেকেই শুরু হচ্ছে শীতকালীন বিরতি। তবে অন্য লিগগুলোর মত ডিসেম্বর থেকে নয়, ইংল্যান্ডের ছুটির সময় ফেব্রুয়ারি ৮ থেকে ২২ তারিখ পর্যন্ত।