• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কিক অফের আগে: আর্টেটা-ল্যাম্পার্ড এবার প্রতিপক্ষ ডাগ আউটে

    কিক অফের আগে: আর্টেটা-ল্যাম্পার্ড এবার প্রতিপক্ষ ডাগ আউটে    

    কবে, কখন 
    আর্সেনাল-চেলসি 
    প্রিমিয়ার লিগ 

    রাত ৮.০০ 


    ম্যানেজার হিসেবে নিজের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছেন মিকেল আর্টেটা। তবে ম্যাচের পর খেলোয়াড়দের প্রশংসাই করেছেন তিনি। বলেছেন, যা দেখছেন এতোখানিও তার প্রত্যাশা ছিল না। আপাতত অবশ্য খেলোয়াড়দের মানসিকতা চাঙ্গা করতে যা বলার দরকার ছিল সেটাই বলেছেন আর্টেটা। 

    আর্সেনালের ম্যানেজার হিসেবে দ্বিতীয় ম্যাচেই এবার কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে আর্টেটাকে। প্রতিপক্ষ এবার চেলসি। খেলোয়াড় হিসেবে একে অপরের বিপক্ষে খেলেছেন আর্টেটা আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এবার তাদের দেখা হচ্ছে ডাগ আউটে। ল্যাম্পার্ড নিজেও অবশ্য স্বস্তিতে নেই। তার তরুণ চেলসির অধারাবাহিক পারফর্ম্যান্স দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চেলসির জন্য। এমিরেটসে কোন চেলসি দেখা যাবে সেটাই এখন প্রশ্ন- টটেনহামের বিপক্ষের চেলসি নাকি সাউদাম্পটন, ওয়েস্টহাম, বোর্নমাউথের বিপক্ষে চেলসিকে? 

    টটেনহামের বিপক্ষে সম্ভবত মৌসুমে নিজেদের সেরা পারফর্ম্যান্সের পরের ম্যাচেই সাউদাম্পটনের কাছে ২-০ ব্যবধানে হেরেছে ল্যাম্পার্ডের দল। হজসন ওদয়ের ইনজুরি কাটিয়ে ফেরার পর এখনও ছন্দ খুঁজে পাননি। উইলিয়ানও টটেনহামের বিপক্ষে দারুণ খেলার পর হারিয়ে নিজেকে খুঁজেছেন বোর্নমাউথের বিপক্ষে। ৩-৪-৩ ফর্মেশনে টটেনহামের বিপক্ষে দারুণ করার পর সাউদাম্পটনে কাজে দেয়নি সেটা। তিন জনের ব্যাকলাইন থেকেও সরে এমিরেটেসে চারজনের ব্যাকলাইন ব্যবহার করবেন কী না সেটা নিয়ে ল্যাম্পার্ডকে তাই দ্বিতীয়বার ভাবতেই হচ্ছে। 

    পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকলেও চেলসির সঙ্গে আর্সেনালের পার্থক্য ৮ পয়েন্টের। তবে গানারদের সাম্প্রতিক পাফরম্যান্স দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে না মোটেই। এই মৌসুমে লিগে ১৯ ম্যাচে মাত্র ৫ বার জিততে পেরেছে আর্সেনাল। আর্টেটাকেই তাই বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তিনদিন পর আবার এই মাঠেই ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে আর্সেনাল। আর্টেটা বা আর্সেনাল- দুই পক্ষের জন্যই তাই সময়টা কঠিন। তবে চেলসিকে হারাতে পারলে নতুন শুরুর উজ্জীবনী শক্তিটুকু ভালোভাবেই সঙ্গী হবে আর্সেনালের। 

    দলের খবর 
    নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মাতেও কোভাসিস। মিডফিল্ডে জর্জিনিয়োর জায়গায় খেলতে পারেন তিনি। আর হজসন ওদয়কে বাদ দিয়ে একাদশে ল্যাম্পার্ড রাখতে পারেন মেসন মাউন্টকেও।

    সম্ভাব্য একাদশ 
    আর্সেনাল 

    লেনো, মেইটল্যান্ড নাইলস, লুইজ, চেম্বারস, সাকা, শাকা, পেপে, গুন্দোজি, ওজিল, অবামেয়াং, লাকাজেত 
    চেলসি 
    কেপা, টোমোরি, রুডিগার, জুমা, আজপিলিকুয়েতা, কান্তে, কোভাসিচ, আলোন্সো, উইলিয়ান, মাউন্ট, আব্রাহাম 

    হেড টু হেড
    ইউরোপ লিগের ফাইনালের পর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুইদল। সে ম্যাচে চেলসির কাছে ৪-১ গোলে উড়ে গিইয়েছিল আর্সেনাল। সবমিলিয়ে ১৯৯ তম বারের মতো দেখা হচ্ছে লন্ডনের দুই ক্লাবের। এর ভেতর আর্সেনাল জিতেছে ৭৭ বার আর চেলসি ৬৭ বার।  

    প্রেডিকশন 
    আর্সেনাল ২-২ চেলসি