• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এক ওভারে ছয়টি ছয় মারলেন লিও কার্টার

    এক ওভারে ছয়টি ছয় মারলেন লিও কার্টার    

    হার্শেল গিবস, যুবরাজ সিংয়ের কীর্তিটা আপনার মনে থাকার কথা। রস হুইটলি আর হজরতউল্লাহ জাজাইয়ের কাহিনিও খুব বেশি দিন আগের নয়। এবার তাঁদের সঙ্গে যোগ দিলেন নিউজিলান্ডের ব্যাটসম্যান লিও কার্টার। ঘরোয়া সুপার স্ম্যাশ প্রতিযোগিতায় ছয় বলে ছয়টি ছয় মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

    নর্দান ডিসট্রিক্টের বিপক্ষে ক্যান্টারবুরির হয়ে ব্যাট করতে নেমেছিলেন কার্টার। ৩০ বলে দরকার ছিল ৬৪ রান। বল করতে এলেন বাঁহাতি স্পিনার আন্টন ডেভচিচ। রাউন্ড দ্য উইকেট থেকে প্রথম বলটা হলো ছয়। পরের বলটাও লেগ সাইডে ছয়। তিনটি ছয় হজমের পর ওভার দ্য উইকেটে এলেন, এবার অফ স্টাম্পের ওপর। লাভ হলো না, কাউ কর্নার দিয়ে হলো ছয়। পরের দুই বলে আবার রাউন্ড দ্য উইকেট থেকে বল, এবারও দুই ছয়। সেই এক ওভারে রানে লক্ষ্যটাও সহজ হয়ে গেল ক্যান্টারবুরির। ২২০ রান তাড়া করে জিতে গেল ম্যাচটা।

    কার্টারের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন প্রথম যুবরাজ সিং। এরপর হুইলি আর জাজাই সেটি করেছিলেন। হার্শেল গিনস করেছিলেন ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। আর প্রথম শ্রেণিতে স্যাড় গ্যারি সোবার্স আর রবি শাস্ত্রীর আছে এই কীর্তি।