প্রতিপক্ষের পুরুষাঙ্গ ধরে তিন ম্যাচ নিষিদ্ধ সেল্টিক ফুটবলার
স্কটিশ লিগে রেঞ্জার্সের আলফ্রেডো মোরেলসের পুরুষাঙ্গ ধরে বসেছিলেন সেল্টিকের রায়ান ক্রিস্টি। ওই ঘটনামাঠে রেফারির চোখ এড়িয়ে গেলেও স্কটিশ এফএর শাস্তির হাত থেকে রেহাই পাচ্ছেন না স্কটিশ ফুটবলার। ক্রিস্টিকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্কটিশ এফএ। ব্যাপারটা অবশ্য সেল্টিকের পছন্দ হয়নি, এক বিবৃতিতে তারা বলেছে এই শাস্তি "প্রচন্ড হতাশাজনক" তাদের জন্য।
২৯ ডিসেম্বর ওল্ড ফার্ম ডার্বিতে ২-১ গোলে জিতেছিল রেঞ্জার্স। ওই ম্যাচেই বল দখলের লড়াইয়ে ধস্তাধাস্তির সময় কলম্বিয়ান স্ট্রাইকার মোরালেসের পুরুষাঙ্গ টেনে ধরেছিলেন ক্রিস্টি। রিপ্লে দেখে স্কটিশ এফএর কাছে মনে হয়েছে ওই কাজটি ক্রিস্টি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছিলেন। সোমবার সেল্টিকের এপলের পরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে, ক্রিস্টি আরেকটি ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পূর্বের লাল কার্ডের জন্য।
আগের বছর একই সময়ে ওল্ড ফার্ম ডার্বি শেষে মোরেলসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন ক্রিস্টি। কিন্তু সে কারণে মোরেলসকে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রদান করেনি স্কটিশ এফএ। বিবৃতিতে স্কটিশ এফএর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে সেল্টিক।