আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন সাদিও মানে
২০১৯ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। ক্লাব সতীর্থ মোহামেদ সালাহ ও ম্যান সিটির রিয়াদ মাহরেজকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন মানে।
লিভারপুলের হয়ে গত কয়েক মৌসুম ধরেই দারুণ খেলছেন মানে। ২০১৭তে সালাহর ছায়ায় ঢাকা থাকলেও গত বছর থেকেই আছেন দুর্দান্ত ফর্মে। কয়্যেক দিন আগে ফ্যাব্রেগাস বলেছেন মানে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। মানের আগে ২০১৭ ও ২০১৮ সালে বর্ষসেরা হয়েছিলেন সালাহ, আর তাগের বছর রিয়াদ মাহরেজের হাতে উঠেছিল এই পুরস্কার। টানা দ্বিতীয়বার ইংলিশ লিগ থেকেই তিন জন আফ্রিকান প্রথম তিনে থাকলেন, আর এই পুরস্কার চালু হওয়ার পর মাত্র তৃতীয়বার শীর্ষ তিন ফুটবলার একই লিগ থেকে এলেন। এর আগে ১৯৯১ সালে প্রথম তিন জনই ছিলেন ফ্রেঞ্চ লিগের।
কাল মিশরে এক অনুষ্ঠানে মানে নিয়েছেন পুরস্কার। সেনেগাল থেকে তাঁর আগে এই পুরস্কার পেয়েছিলেন এল হাজি দিউফ, ২০০১ ও ২০০২ সালে।