এক ম্যাচে দুইবার প্রিমিয়ার লিগের ইতিহাস বদলালেন আগুয়েরো
অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ভর করে অ্যাস্টন ভিলাকেও সিটি উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। সিটির জয়ে পয়েন্ট টেবিলে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে প্রিমিয়ার লিগের ইতিহাস লেখা হয়েছে নতুন করে। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন আগুয়েরো। আর প্রিমিয়ার লিগের বিদেশী ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও এখন তার দখলে।
ভিলা পার্কে ম্যাচের ২৫ মিনিটের ভেতর রিয়াদ মাহরেজ জোড়া গোল করেছিলেন। ২৮ মিনিটে আগুয়েরো করেন নিজের প্রথম গোল। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো ফিনিশে থিয়েরি অঁরির ১৭৫ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। গ্যাব্রিয়েল হেসুস আরও এক গোল যোগ করলে ৪-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।
৫৭ মিনিটে ডেভিড সিলভার পাস থেকে বক্সের ভেতর কয়েক টাচে বল গোলের মাঝামাঝি জায়গায় নিয়ে শট করেন আগুয়েরো, এবার ডান পায়ের নিচু ফিনিশে করে ফেলেন দ্বিতীয় গোলটি। তাতেই অঁরির রেকর্ড ছাড়িয়ে আগুয়েরো হয়ে যান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করা বিদেশী ফুটবলার। অঁরি রেকর্ড গড়েছিলেন ২৫৮ ম্যাচে, আগুয়েরো নতুন রেকর্ড গড়েছেন তার চেয়ে ৩ ম্যাচ কম খেলে।
এর পর অবশ্য আরও একটি রেকর্ড তাড়া করছিলেন আগুয়েরো। সবশেষ অক্টোরের হ্যাটট্রিক করে অ্যালান শিয়ারারের ১১ হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ৮১ মিনিটে বক্সের ভেতর থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে কোণাকুণি শটে গোল করে আগুয়েরো পূরণ করে ফেলেন হ্যাটট্রিকও।
সিটি একটি গোল হজম করেছে একেবারে শেষে গিয়ে। আগুয়েরোর আর্জেন্টাইন সতীর্থ নিকোলাস অটামেন্ডি পেনাল্টি উপহার দিয়েছিলেন ভিলাকে। সেখান থেকেই এক গোল শোধ করেছে তারা।
আগুয়েরোর সামনে অবশ্য আরও রেকর্ডের হাতছানি আছে। ২০১১ সালে সিটিতে যোগ দিয়ে লিগে মোট ১৭৭ টি গোল তাকে বসিয়ে দিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পাশে। আর ১ গোল করলেই প্রিমিয়ার লিগের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। সামনে আছে অ্যান্ডি কোল (১৮৭), ওয়েইন রুনি (২০৮), অ্যালান শিয়ারার (২৬০)। এদের সবার চেয়ে অন্তত দেড়শ ম্যাচ কম খেলেছেন আগুয়েরো। প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা স্ট্রাইকারের দাবিটা তাই এখনই করতে পারেন তিনি!