রোনালদোর চেয়ে মেসির বেশি ব্যালন ডি'অরে বিরক্ত সারি
২০১৭-তে শেষবার ব্যালন ডি’অর জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেবার লিওনেল মেসির সমান পাঁচ ব্যালন ডি’অর হলেও এ বছর ‘সিআর৭’-কে টপকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। জুভেন্টাসে যোগ দেওয়ার পর আর বিশ্বসেরার খেতাব জিততে পারেননি রোনালদো। মেসি রোনালদোকে টপকে যাওয়ায় হতাশ জুভেন্টাস ম্যানেজার মরিজিও সারি। রোনালদোর চেয়ে অন্য কারো ব্যালন ডি’অর বেশি হওয়া তার নিজের জন্য খুবই বিরক্তিকর, জানিয়েছেন তিনি।
তুরিনে উদিনেসের বিপক্ষে কোপা ইতালিয়ার ম্যাচের পর রোনালদোর ব্যালন ডি’অর নিয়ে সারি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর চেয়ে অন্য কারো ব্যালন ডি’অর বেশি, এই ব্যাপারটা আমার জন্য খুবই বিরক্তিকর। তাকে ৬ষ্ঠ ব্যালন ডি’অর জেতাতে চাই আমি। এটা আমার এবং দলের সবারই লক্ষ্য।’
এই ফেব্রুয়ারিতে ৩৫-এ পা দিবেন রোনালদো। মেসিও ত্রিশেরর কোঠা পেরিয়েছেন বেশ আগেই। ভবিষ্যতে কে জিততে পারেন ব্যালন ডি’অর, এমন প্রশ্নে মেসির স্বদেশি এবং জুভেন্টাসে রোনালদোর সতীর্থ পাউলো দিবালাকেই বেছে নিলেন সারি, ‘আমার মনে হয় ভবিষ্যতে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হবে পাউলো। তার সামর্থ্য নিয়ে কারোই কোনো প্রশ্ন ছিল না। বয়সের সাথে আরও পরিণত হচ্ছে সে। আত্মবিশ্বাসও বাড়ছে তার, আরও ধারাবাহিকভাবে ভাল খেলছে।’
সারি মানেন, দিবালার মত বিশ্বমানের ফুটবলারদের নতুন করে শেখানোর কিছু নেই, ‘পাউলো ইউরোপিয়ান ফুটবলে একজন কিংবদন্তী হবে বলে আমি মনে করি। ওর মত বিশ্বমানের ফুটবলারকে ম্যানেজার হিসেবে কিছু শেখানোর আছে বলে মনে করি না আমি। অতীতের কিছুটা সময় তার জন্য বেশ কষ্টের ছিল, কিন্তু এখন সে নিয়মিত খেলছে এবং গোলও করছে। ইউরোপিয়ান ফুটবলে নিজের ছাপ সময়ও এসেছে তার।’