কিক অফের আগে: চেলসির বিপক্ষে আর্সেনালের অনুপ্রেরণা প্রতিশোধ
কবে, কখন
চেলসি-আর্সেনাল
২০১৯-২০ প্রিমিয়ার লিগ, স্ট্যামফোর্ড ব্রিজ
২২ জানুয়ারি, রাত ২.১৫
২৯ ডিসেম্বর, ২০১৯। এমিরেটস স্টেডিয়াম। আর্সেনাল ম্যানেজার মিকেল আর্টেটার ‘হোম’ অভিষেক হয়েছিল চেলসির বিপক্ষেই। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষদিকে দুই গোল খেয়ে হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ‘গানার’দের। সপ্তাহ তিনেক পর এবার স্ট্যামফোর্ড ব্রিজে ‘ব্লুজ’দের মুখোমুখি হচ্ছেন আর্টেটা। এবার লক্ষ্য হারের প্রতিশোধ নেওয়ার।
স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হলেও চেলসি যে ‘ফেভারিট’, সেটাও বলা যাচ্ছে না। লিগে শেষ ৫ ‘হোম’ ম্যাচের ৩টিই হেরেছে তারা। ওয়েস্ট হাম, বোর্নমাউথের মত দল চেলসির মাঠে এসে জয় নিয়ে ফিরেছে। অনভিজ্ঞ তরুণ স্কোয়াড, ইনজুরি- সব মিলিয়ে কিছুটা ব্যাকফুটেই আছে ল্যাম্পার্ডের দল। ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবার হয়তো শীতকালীন দলবদলে স্কোয়াডের শক্তি বাড়াতে পারে চেলসি।
চেলসির কাছে হারের পর আরও ৪ ম্যাচ খেলেছে আর্সেনাল, হারেনি একটিও (২ জয়, ২ ড্র)। তবে ক্রিস্টাল প্যালেস এবং শেফিল্ড ইউনাইটেডের কাছে ড্রয়ের কারণে লিগ টেবিলে উন্নতি হয়নি আর্টেটার দলের, এখনও ১০ম স্থানেই আছে তারা। প্যালেস এবং শেফিল্ড- দুই দলই তাদের ওপরে। তবে শেষ ৪ ম্যাচে রেফারিং নিয়ে বেশ কড়া সমালোচনাই করেছেন আর্টেটা। চেলসির ম্যাচেও মিডফিল্ডার জর্জিনহোকে নিশ্চিত লাল কার্ড দেখানো তেকে বিরত থেকেছেন রেফারি। শেষ পর্যন্ত ঐ জর্জিনহোর গোলেই সমতায় ফিরেছিল চেলসি।
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালেও ঐ ম্যাচে দুটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে আর্সেনালকে, ম্যাচ শেষে এমন দাবি করেছিলেন তিনি। শেফিল্ডের বিপক্ষে নিকোলাস পেপে ডিবক্সের ফাউলের শিকার হয়েও পেনাল্টি পাননি। প্রতিপক্ষের মাঠে লিগে শেষ ৩ ম্যাচের একটিও জিততে পারেনি আর্সেনাল। সব মিলিয়ে ‘অ্যাওয়ে’ ম্যাচের হিসেবে কিছুটা পিছিয়েই আছে তারা।
দলের খবর
চেলসির হয়ে থাকছেন না রিস জেমস, মার্কোস আলোন্সো, ক্রিশ্চিয়ান পুলিসিচ, রুবেন লফটাস-চিক। আর্সেনালের হয়ে থাকছেন না ক্যালাম চেম্বার্স, কিয়েরন টিয়ের্নি, রিস নেলসন। প্যালেসের বিপক্ষে লাল কার্ড দেখে ৩ ম্যাচ নিষিদ্ধ আর্সেনাল অধিনায়ক পিয়ের-এমেরিক অবামেয়াংকেও পাচ্ছেন না আর্টেটা।
সম্ভাব্য মূল একাদশ
চেলসি (৪-৩-৩): কেপা; অ্যাজপিলিকুয়েতা, রুডিগার, জুমা, এমারসন; মাউন্ট, জর্জিনহো, কান্তে; উইলিয়ান, আব্রাহাম, হাডসন-ওদোয়
আর্সেনাল (৪-২-৩-১): লেনো; মেটল্যান্ড-নাইলস, লুইজ, সক্রেটিস, সাকা; শাকা, তোরেইরা; মার্টিনেলি, ওজিল, পেপে; লাকাজেত
প্যাভিলিয়ন প্রেডিকশন: চেলসি ২-০ আর্সেনাল