'ক্রমিক প্রতারক' দিয়েগো কস্তা!
রবিবার রাতের প্রিমিয়ার লিগ ম্যাচে দিয়েগো কস্তাকে ‘অবৈধভাবে’ বাঁধা দিয়ে আর্সেনাল ডিফেন্ডার পার মার্টেসেকারের লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাবার ঘটনা নিয়ে বিতর্ক কম হচ্ছে না। ম্যাচের পরপরই গানার বস আর্সেন ওয়েঙ্গার চেলসি ফরোয়ার্ডকে ‘চতুর’ বলে অভিহিত করেছিলেন। এবার ক্লাবটির সাবেক সভাপতি পিটার হিল-উড কস্তাকে সরাসরি ‘ক্রমিক প্রতারক’ আখ্যা দিয়ে বসেছেন। তাঁর দাবী, ওই ম্যাচে ‘নির্লজ্জের মতো’ পড়ে গিয়ে মার্টেসেকারকে মাঠ ছাড়তে বাধ্য করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
চেলসি ও আর্সেনালের মধ্যকার সে ম্যাচের আঠারো মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে চেলসি উইঙ্গার উইলিয়ানের বাড়ানো বলের দখল নিতে নিজেদের বক্সের সামনে কস্তাকে ‘স্লাইডিং ট্যাকল’ করেন মার্টেসেকার। ক্ষণিকের ব্যবধানে ঊরুতে হাত রেখে আর্তনাদ করতে করতে সেখানেই শুয়ে পড়েন কস্তা। ঘটনা পরম্পরায় আর্সেনাল ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারী। ফলশ্রুতিতে দশজনের দলে পরিণত হওয়া গানারদের রক্ষণদুর্গ ভেদ করে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ইভানোভিচের ক্রস থেকে চেলসিকে এগিয়ে দেন কস্তা-ই। ওই একমাত্র গোল পুঁজি করেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ‘দ্য ব্লু’রা।
ওই ঘটনায় সৃষ্ট বিতর্কে যোগ দিয়ে আর্সেনালের প্রাক্তন প্রধান হিল-উড কস্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছেন, “সে একজন ক্রমিক প্রতারক এবং এসব করে সে দিব্যি পার পেয়ে যাচ্ছে। আমি মনে করি সে ইচ্ছে করে মার্টেসেকারের সামনে ওভাবে দৌড়াচ্ছিল। এরপর যেভাবে সে পড়ে গেলো মনে হচ্ছিল তাঁর পা-টাই বুঝি কাটা পড়ে গেছে। কিন্তু যখনই রেফারী মার্টেসেকারকে লাল কার্ড দেখিয়ে দিলো, সে দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে গেলো। এতেই বোঝা যায় ওর আসলে কিচ্ছু হয় নি। এর কতক্ষণ বাদে তো সে গোলও করলো। ব্যক্তিগতভাবে আমি মনে করি লাল কার্ডটা কস্তাকেই দেখানো উচিৎ ছিল। এভাবে নির্লজ্জের মতো ডাইভ দেয়া দেখতেও বিরক্ত লাগে।”