ফন গালকে নিয়ে ধোঁয়াশা
সব ধরণের আসর মিলিয়ে গত ১৩ ম্যাচে মাত্র ৩টি জয়, ওল্ড ট্র্যাফোর্ডে ফন গালের বিদায়ের সুর অনেকে শুনছেন বেশ কিছুদিন ধরেই। আর সর্বশেষ সাউদাম্পটনের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হারের পর ফন গাল নিজেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন, এমন খবর চাউর হয়ে যেতে শুরু করেছিল গণমাধ্যমে। কিন্তু ইউনাইটেড কর্তৃপক্ষ সেটিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিচ্ছে।
মৌসুমের ষষ্ঠ প্রিমিয়ার লিগ ম্যাচ পরাজয়ের পর ফন গাল ইউনাইটেডের নির্বাহী সহ-সভাপতি এড উডওয়ার্ডের সাথে ক্লাবে তাঁর ভবিষ্যৎ বিষয়ে কথা বলেছেন, এ ধরণের একটি খবর ছড়াতে শুরু করে গতকাল। ওই আলাপচারিতায় ফন গাল সরাসরি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন বলেও খবরে প্রকাশ করা হয়েছিল। কিন্তু এ ধরণের কোন আলোচনার কথা নাকচ করে দেয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে। আজ মঙ্গলবার অনুশীলনেও ফিরে এসেছেন ৬৪ বছর বয়সী ডাচ কোচ।
শনিবারের ম্যাচে হারের পর ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি থেকে দুয়োটা বেশ উঁচু স্বরেই ভেসে আসছিল। পরবর্তীতে সেটিকে ইউনাইটেডের মাঠে নিজের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হিসেবে অভিহিত করলেও সমর্থকদের কোন দোষ দিচ্ছেন না ফন গাল, “আমি খুবই হতাশ যে অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। আমাকে নিয়ে তাঁদের অনেক আশা আছে কিংবা ছিল। আমি সেটা ধরে রাখতে পারছি নি।”
লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঁচ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সেরা চার থেকে পিছিয়ে আছে পাঁচ পয়েন্টের ব্যবধানে। আর বর্তমানে সবার উপরে থাকা লেস্টার সিটির সাথে রেড ডেভিলদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে দশ-এ। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলটি ইতোমধ্যেই ছিটকে পড়েছে চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকেও।