• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    আসতে না আসতেই চোট ছিটকে দিল ম্যাক্সওয়েলকে

    আসতে না আসতেই চোট ছিটকে দিল ম্যাক্সওয়েলকে    

    কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি  দল থেকে ছিটকে পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। গত অক্টোবর থেকে মানসিক অবসাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে বিগ ব্যাশে ব্যাটে-বলে জ্বলে ওঠার পর এই অলরাউন্ডার আবার দলে ফিরেছিলেন দলে। কিন্তু চোটের কবলে পড়ে এখনই জাতীয় দলে ফেরা হচ্ছে না তার।

    কনুইয়ের চোট থেকে সেরে ওঠার জন্য অস্ত্রোপচার করতে হবে তার। এর ফলে অন্তত ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। তাই আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচও মিস করতে পারেন । ম্যাক্সওয়েলের জায়গায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দলে সুযোগ পেয়েছেন ডার্সি শর্ট। উপেক্ষিত থেকে গেছেন বিগ ব্যাশের এই মৌসুমে সর্বোচ্চ রান করা মার্কাস স্টয়নিস। 

    ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হন্স ম্যাক্সওয়েলের বাদ পড়া নিয়ে হতাশা গোপন করেননি, “এই সফর থেকে ম্যাক্সওয়েলের বাদ পড়া নিয়ে আমরা অত্যন্ত হতাশ। আমরা তাকে জাতীয় দলে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় ছিলাম। বিগ ব্যাশের শেষের দিকে কনুইয়ের চোট পেয়েছিল ম্যাক্সওয়েল, গত সপ্তাহে ব্যথার মাত্রা বেড়ে যাওয়ায় এখন অস্ত্রোপচার করা জরুরী।“

    তবে ম্যাক্সওয়েলের জায়গায় সুযোগ পাওয়া শর্টকে নিয়ে আশাবাদী এই নির্বাচক, “শর্ট দারুণ একটা সুযোগ পেয়েছে, আমরা তাকে নিয়ে আশাবাদী। সে দক্ষিণ আফ্রিকায় তার পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবে বলে মনে করি। ম্যাক্সওয়েলের মতো শর্টও মারকুটে ব্যাটসম্যান, সঙ্গে সে দলের প্রয়োজনে কার্যকরী স্পিন বোলিংও করে।“