• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগে ম্যাচসেরার পুরস্কার দেবে ইউয়েফা

    চ্যাম্পিয়নস লিগে ম্যাচসেরার পুরস্কার দেবে ইউয়েফা    

    প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে ম্যাচসেরার পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউয়েফা। বুধবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্ব। এখন থেকে নক আউট পর্বের প্রতিটি ম্যাচ শেষেই ঘোষণা করা হবে ম্যাচ সেরার পুরস্কার। 

    ম্যাচের সেরা খেলোয়াড় নির্ধারণ করতে টেকনিক্যাল অবসারভার টিমও নির্বাচন করেছে ইউয়েফা। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহুর্ত, ট্যাকটিক্যাল বিচক্ষণতা, সৃজনশীলতা, দলকে উজ্জীবিত করা, চোখ ধাঁধানো স্কিল ও ফেয়ার প্লে- এইসব ব্যাপার বিবেচনায় নিয়ে দেওয়া হবে ম্যাচসেরার পুরস্কার। 

    ৯ সদস্যের টেকনিক্যাল দলে আছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ, ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট, ইংল্যান্ড নারী ফুটল দলের কোচ ফিল নেভিলও।