• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জুয়ায় তথ্য দিয়ে চার মাস নিষিদ্ধ স্টারিজ

    জুয়ায় তথ্য দিয়ে চার মাস নিষিদ্ধ স্টারিজ    

    জুয়া বিষয়ক নিয়মভঙ্গের অভিযোগ ড্যানিয়েল স্টারিজের বিরুদ্ধে আনা হয়েছিল আগেই। এবার সেই অভিযোগে জুন পর্যন্ত সব ধরনের ফুটবলীয় কর্মকান্ড থেকে নিষিদ্ধ হয়েছেন সাবেক এই লিভারপুল স্ট্রাইকার।

    স্টারিজের বিরুদ্ধে মূল অভিযোগ, লিভারপুল থেকে তুর্কি ক্লাব ত্রাবাজনস্পোরে নাম লেখানোর সময় দলবদলের বিভিন্ন খবর এমন লোকজনের কাছে ফাঁস করেছিলেন, যারা তথ্যটাকে জুয়া খেলায় কাজে লাগায়। এমনিতে ইংল্যান্ডে জুয়া বৈধ হলেও খেলোয়াড়েরা সরাসরি বেটিং বা এরকম কিছুতে জড়িত হতে পারে না। শুরুতে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা থাকলেও সেটি এখন বেড়ে চার মাস হচ্ছে। স্টারিজ অবশ্য ইউটিউবে এক বার্তায় ফুটবল অ্যাসোসিয়েশন (এফএর) এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর মতো করে আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি।

    ২০০৬ সালে ম্যান সিটির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর পর চেলসি ও লিভারপুলে খেলেছেন স্টারিজ। এই মৌসুমে ত্রাবাজনস্পোরে তিন বছরের জন্য নাম লিখিয়েছিলেন, কিন্তু সাত মাস পরেই চুক্তি ছিন্ন করে ফ্রি এজেন্ট হয়ে যান।