• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    নতুন ঠিকানা ঠিক করে ফেলেছেন গার্দিওলা?

    নতুন ঠিকানা ঠিক করে ফেলেছেন গার্দিওলা?    

    কোথায় যাচ্ছেন পেপ গার্দিওলা? ইংল্যান্ড তো বটেই, সেটা একপ্রকার নিশ্চিতই। কিন্তু আরও সুনির্দিষ্ট করে কোথায়? ম্যানচেস্টারের দুই প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি চেলসিও হাত বাড়িয়ে রেখেছে সময়ের অন্যতম সফল এই কোচের দিকে। পাকাপাকি কিছু হওয়ার আগ পর্যন্ত তাই স্প্যানিশম্যানের নতুন ঠিকানা সম্পর্কে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তাঁর বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির বিশ্বাস তাঁর বিদায়ী গুরু ইতোমধ্যেই পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলেছেন।

     

     

    স্পেন আর জার্মানির পর ইংল্যান্ডেও সৃজনশীল, উদ্ভাবনী কিছুই দেখাতে সক্ষম হবেন গার্দিওলা- এমনটা মনেপ্রাণেই বিশ্বাস করেন লেভানডভস্কি, “আমি জানি পেপ ইংল্যান্ডের যে কোন দলকেই উন্নত করে দেয়ার ক্ষমতা রাখে। আমার মনে হয় তিনি ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন যে তিনি কোথায় যাচ্ছেন এবং সেখানে ইতিবাচক কিছু করে দেখানোর জন্য তাঁর কি করণীয় সেটাও তিনি জানেন। ওখানে তো টেকনিক আর বেশী সময় বল ধরে রাখাটাই আসল। তিনিও সেদিকেই মনোযোগী হবেন। তবে পেপ জানেন যে প্রিমিয়ার লিগ স্প্যানিশ লিগ বা বুন্দেসলিগার থেকে আলাদা। এবং আমি নিশ্চিত যে ট্যাকটিক্স আর টেকনিক যাই বলেন, তিনি যে কোন বিচারেই দারুণ কিছু করে দেখাবেন।”

     

    লেভানডভস্কি স্বীকার করছেন যে গার্দিওলার বায়ার্ন ছেড়ে যাবার সিদ্ধান্তটা প্রথম শুনে তিনি বেশ মর্মাহত হয়েছিলেন। তবে অন্য যে কোনকিছুর ঊর্ধ্বে দলের সাফল্যটাই তিনি মুখ্য মানেন, “প্রথমবার শুনে খুব খারাপ লেগেছিল। কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল আমি তো এখানে খেলতে এসেছি। আমি নিশ্চিত যে পেপের নির্দেশনাতেই আমরা চলতি মৌসুমটা সফলভাবে শেষ করার দিকে এগিয়ে যাবো। যদি ভালো কিছু করে দেখাতে পারি তাহলে তো তাঁর সাথেই সেটা উদযাপন করবো।”

     

    এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে খুব বড় কোন ঝামেলা না হলে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেই ভিড়তে পারেন ৪৫ বছর বয়সী এই কোচ। তবে ইউনাইটেড-চেলসির তরফেও তাঁকে পাবার প্রচেষ্টা অব্যাহত আছে বলেই শোনা যাচ্ছে।