এবার ফ্রান্সে করোনার হানা, নেইমারদের ম্যাচ স্থগিত
করোনা ভাইরাস আতঙ্কে ইতালিয়ান ফুটবল প্রায় স্থবির। দেশটিতে সব পর্যায়ের ফুটবল ম্যাচ এখন ‘দর্শকবিহীন’ মাঠে আয়োজিত হচ্ছে। তবে করোনার প্রকোপে খেলার মাঠে দুর্দশা ইতালি বাদে ইউরোপের অন্য দেশগুলোতে দেখা যায়নি এতদিন। যদিও ইউরোপের বিভিন্ন লিগে করোনার বিস্তার ঠেকাতে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে সরাসরি কোনও ম্যাচ পিছিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু শেষ পর্যন্ত ইতালির প্রতিবশী ফ্রান্সেও হানা দিল করোনা ভাইরাস, স্থগিত হল লিগ ওয়ানের ম্যাচ। স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগ লিডার পিএসজির শনিবারের ম্যাচটি পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।
স্ট্রাসবুর্গের মাঠ স্টাদে ডে লা মেইনোতে শনিবার ম্যাচটি হওয়ার কথা থাকলেও লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয়। মূলত পূর্ব ফ্রান্সের লোয়ার রাইন অঞ্চলে করোনা ভাইরাসের বিস্তারের কারণে স্ট্রাসবুর্গ শহর কর্তৃপক্ষ ‘বাস রাইন’ নিজেদের আশঙ্কার কথা লিগ কর্তৃপক্ষকে জানায়। সেই তথ্যের উপর ভিত্তি করেই ম্যাচ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ ওয়ান।
ম্যাচটি খেলতে নেইমার-এমবাপ্পেরা এরই মধ্যে স্ট্রাসবুর্গে পৌঁছে গিয়েছিলেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন হয়ে গিয়েছিল, সঙ্গে দুই দল ম্যাচের স্কোয়াডও ঘোষণা করেছিল। তাই লিগ কর্তৃপক্ষ একেবারে শেষ মুহূর্তে ঘোষণা দিয়ে ম্যাচ স্থগিতের ঘটনায় নাখোশ পিএসজি। ক্লাবটি লিগ কর্তৃপক্ষের কাছে এ ধরনের সিদ্ধান্তের খবর আরও আগে জানাতে অনুরোধ করেছে।
করোনার প্রকোপ থেকে বাঁচতে প্রিমিয়ার লিগের ন্যায় লিগ ওয়ানও খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের মাঝে ‘হ্যান্ডশেক’ নিষিদ্ধ করেছে। এমনকি মাস্কটদের বেলায়ও শুধু কাঁধে হাত রাখার অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।