• " />

     

    করোনা ভাইরাস নিয়ে মজা করে করোনায় আক্রান্ত এনবিএ খেলোয়াড়

    করোনা ভাইরাস নিয়ে মজা করে করোনায় আক্রান্ত এনবিএ খেলোয়াড়    

    করোনা ভাইরাস মহামারী নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে করোনা সম্পর্কিত ট্যাগ, সংবাদপত্রের পাতা অথবা টেলিভিশনের পর্দা খুললেই আপনার চোখে পড়বে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন খবর। করোনা ভাইরাস নিয়ে বরাবরই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে করোনা নিয়ে এতো আলোচনার মাঝেই বিষয়টি নিয়ে ‘অদ্ভুত’ গোছের মজা করে বিপদে পড়েছেন এনবিএর খেলোয়াড় রুডি গোবার্ট।

     


    করোনা ভাইরাস থেকে সাবধানতার অংশ হিসেবে ফুটবল, ক্রিকেট সহ বিশ্বজুড়ে বিভিন্ন খেলায় করমর্দন নিষিদ্ধ করা হয়েছে। হাত সবসময় ঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমন সময়েই গোবার্ট গত সোমবার এনবিএর এক সংবাদ সম্মেলনে এক অদ্ভুত কাজ করে বসেন। করোনা নিয়ে মজা করে তার সামনে টেবিলে রাখা বিভিন্ন সাংবাদিকের মাইক এবং মোবাইল ফোনগুলো হাত দিয়ে স্পর্শ করেন ২০ বছর বয়সী এই ফ্রেঞ্চ বাস্কেটবল খেলোয়াড়। এর একদিন পরই গত বুধবার তাকে পরীক্ষা করা হলে করোনা ভাইরাস ধরা পড়ে গোবার্টের। এনবিএর প্রথম খেলোয়াড় হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এরপরই বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এনবিএ মৌসুম।