চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিঁও ম্যাচ স্থগিত
করোনা ভাইরাসের প্রভাব কেবল বেড়েই চলেছে। এবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচও স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চের, ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস-লিঁও ম্যাচ অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় লেগের বার্সেলোনা-নাপোলি, বায়ার্ন মিউনিখ-চেলসি ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগে জানানো হয়েছিল বার্সা-নাপোলি ম্যাচ ন্যু ক্যাম্পে হবে ফাঁকা মাঠে। ইউয়েফার পক্ষ থেকে বলা হয়েছে বাকি ম্যাচগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
আজ ১২ মার্চ লা লিগার খেলাও স্থগিত করা হয়েছে দুই সপ্তাহের জন্য। রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা রয়েছেন গৃহবন্দী অবস্থায়। সিরি আর স্থগিত করা হয়েছিল আরও আগেই। ইউরোপা লিগেও কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে। করোনার কারণে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত এবারই প্রথম। এর আগে ভ্যালেন্সিয়া-আটালান্টা, পিএসজি-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ হয়েছে ফাঁকা মাঠে।