• ইউরো
  • " />

     

    ইউরো স্থগিত করার দাবি ইতালি ফুটবল ফেডারেশনের

    ইউরো স্থগিত করার দাবি ইতালি ফুটবল ফেডারেশনের    

    করোনা ভাইরাসের মহামারী পুরো বিশ্বের খেলাধূলা জগতকে পুরোপুরি স্থবির করে দিয়েছে। ইউরোপ্সফ পৃথিবীর অনেক দেশে খেলা বন্ধ হয়ে গেছে পুরোপুরি। সবচেয়ে বেশি করোনাদুর্গত দেশগুলোর একটি ইতালি, সেখানে সিরি আ বন্ধ হয়েছে বেশ আগে। এবার ইতালি ফুটবল ফেডারেশন ইউয়েফার কাছে দাবি জানাতে যাচ্ছে, যেন এই বছরের ইউরোর স্থগিত করা হয়।

    করোনা ভাইরাসের কারণে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবার আগে বন্ধ হয়ে গেছে সিরি আ। এই মুহূর্তে দেশটিতে চলছে জরুরি অবস্থা, জীবনযাত্রা একরকম থমকেই আছে সেখানে। ১২ জুন আবার ইউরোর প্রথম ম্যাচ হওয়ার কথা রোমে। সার্বিক পরিস্থিতিতে ওই সময় ইউরো শুরু করতে পারাটা এই মুহূর্তে কষ্টকল্পনা। তারপরও ইতালির ফুটবল ফেডারেশন বলছে, শুরু করতে পারলেও যেন ওই সময়ের ইউরো স্থগিত করা হয়। কারণ সিরি আ আবার শুরু করতে গেলে ৩০জুনের মধ্যে তাদের এই মৌসুমের খেলা শেষ করতে হবে। ইউরো চললে যা সম্ভব নয়। আপৎকালীন পরিস্থিতিতে ইউরো পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে দেশটির ফেডারেশন।

    এই বছর ইউরোপের ১২টি শহরে হওয়ার কথা ছিল ইউরো।