করোনাভাইরাস : আক্রান্ত সাবেক স্কটল্যান্ড ক্রিকেটার মাজিদ হক
করোনা ভাইরাস (কভিড-১৯)-এ আক্রান্ত হয়েছেন সাবেক স্কটল্যান্ড ক্রিকেটার মাজিদ হক। শুক্রবার স্থানীয় সময় সকালে করা এক টুইটে এটি জানিয়েছেন তিনি। পজিটিভ প্রমাণিত হওয়ার পর আপাতত হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি।
“করোনা ভাইরাসে পজিটিভ প্রমাণিত হওয়ার পর বাড়ি ফেরার ইচ্ছা পোষণ করছি”, একটা চিতাবাঘের ছবি পোস্ট করে তিনি বলেছেন, “প্যাইসলির আরএএইচ-এর স্টাফরা আমার প্রতি সদয় ছিলেন, যারা আমাকে বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ। ইনশাআল্লাহ এই চিতাবাঘ শীঘ্রই সুসাস্থ্য ফিরে পাবে। #কভিড১৯ইউকে”
স্কটল্যান্ডের হয়ে ৫৪ ওয়ানডের শেষটি এই অফস্পিনার খেলেছিলেন ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নেলসনে। সঙ্গে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। ৬০ উইকেট নিয়ে স্কটল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শিকারির তালিকায় ২০১৯ সালের আগেও শীর্ষে ছিলেন তিনি। আপাতত মাজিদ খেলছেন ঘরোয়া ক্রিকেট।
করোনা ভাইরাসের মহামারিতে রূপ নিয়েছে বিশ্বে, অন্য খেলার সঙ্গে এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। স্থবির হয়ে পড়েছে ক্রিকেট, বন্ধ হয়ে গেছে স্বীকৃত পর্যায়ের সব ইভেন্টই। যুক্তরাজ্যে অপেশাদার ক্রিকেটও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশের সব ধরনের ক্রিকেটও।
বিশ্বে ২০ মার্চ বাংলাদেশ সন্ধ্যা পর্যন্ত কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজারের ওপর মানুষ।