• ফুটবল, অন্যান্য
  • " />

     

    করোনা ভাইরাসে আক্রান্ত ফেলাইনি

    করোনা ভাইরাসে আক্রান্ত ফেলাইনি    

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় মারুয়ান ফেলাইনি। চাইনিজ সুপার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে করোনা সংক্রমণের শিকার হয়েছেন এই বেলজিয়ান। চাইনিজ লিগের ক্লাব শানডং লুনেংয়ের হয়ে খেলতে তিনি বর্তমানে চীনের জিনান প্রদেশে অবস্থান করছেন।

    সেখানে গত ২০ মার্চ করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় তাকে। সেই পরীক্ষার পর ফেলাইনির করোনা ভাইরাস ধরা পড়েছে।

    ২০১৯ সালে চাইনিজ ক্লাব শানডংয়ে যোগ দিয়েছিলেন ফেলাইনি। প্রথম মৌসুমে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল করেছিলেন তিনি, তার দল পঞ্চম স্থান অর্জন করেছিল লিগে।

    এদিকে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ফুটবলারদের সংখ্যা। গতকাল শনিবার দানিয়েলে রুগানি এবং ব্লেইস মাতুইদির পর তৃতীয় জুভেন্টাস খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন পাউলো দিবালা। এছাড়া কিংবদন্তি ডিফেন্ডার পাউলো মালদিনি এবং তার ছেলেও বর্তমানে করোনায় সংক্রমিত হয়ে কোয়ারেন্টিনে আছেন।