• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    উড়ছে লেস্টার, হোঁচট খেলো আর্সেনাল

    উড়ছে লেস্টার, হোঁচট খেলো আর্সেনাল    

    ইংলিশ প্রিমিয়ার লীগে লেস্টার সিটির রূপকথা চলছেই। কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটির নতুন শিকার ক্লপের লিভারপুল। লিভারপুলকে ০-২ গোলে হারিয়ে লেস্টার সিটি ধরে রেখেছে শীর্ষস্থান। এবারের লীগে সবার আগে ৫০ পয়েন্টে অর্জন করলো র‍্যানিয়েরির লেস্টার। আর এই ম্যাচের দুই গোল সহ শেষ ৬ প্রিমিয়ার লীগ ম্যাচে লিভারপুল হজম করলো মোট ১৩ গোল। ফক্সদের হয়ে দু'টি গোলই করেছেন ভার্ডি। ম্যাচের ৬০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন ভার্ডি। পরে  ৭১ মিনিটে আবারো গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই দুই গোলের পর পুরো মৌসুমে ভার্ডির গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৮ তে। নিজের দলের মতোই ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার আসনটিও ভার্ডি'র!  




    লেস্টার সিটির জয়ের রাতে হোঁচট খেয়েছে আরেক শিরোপাপ্রত্যাশী দল আর্সেনাল। পয়েন্ট তালিকার দ্বিতীয়তে থেকে সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নেমেছিল আর্সেনাল। পুরো ম্যাচে গোলমুখে ১০ টি শট নিলেও গোলের দেখা পাননি জিরু, সানচেজরা। গোল শূন্য ড্র- করে টেবিলের প্রথম স্থান থেকে ৫ পয়েন্ট পিছিয়ে গিয়েছে গানার্সরা, রয়েছে চতুর্থ স্থানে। ২০০৯ সালের পর এই প্রথম টানা ৩ প্রিমিয়ার লীগে গোল করতে ব্যর্থ হলো ওয়েঙ্গারের শিষ্যরা।




    ঘরের মাঠে আর্সেনাল ড্র করলেও, স্টেডিয়াম অফ লাইটে সান্ডারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদেরকে দুই নম্বরে নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো ম্যাচের ১৬ মিনিটেই দলকে এগিয়ে দেন। ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউই আর গোলের দেখা না পাওয়ায় ১-০ তেই শেষ হয় খেলা।  




    ম্যানচেস্টার সিটির প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেডও জয় তুলে নিয়েছে কাল রাতে। নিজেদের মাঠে স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ভ্যান গালের দল। এদিন নতুন এক ম্যানচেস্টার ইউনাইটেডকেই দেখলো ওল্ড ট্রাফোর্ডের দর্শকেরা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় রেড ডেভিলরা। এর আগে পুরো মৌসুমে প্রথমার্ধে সবমিলিয়ে মাত্র ৩টি গোলের দেখা পেয়েছিলো ম্যান ইউনাইটেড। ম্যাচের ১৪ মিনিটে লিনগার্ড ও ২৩ মিনিটে ফরাসী স্ট্রাইকার মারশিয়াল দলকে লিড এনে দেন। ইউনাইটেডের হয়ে শেষ গোলটি করেন রুনি। ওল্ড ট্র্যাফোর্ডে এটি ছিল রুনির ৯৯ তম গোল। এ বছর এখন পর্যন্ত ৪ গোল, ২ অ্যাসিস্ট করে পুরোনো ফর্মে ফিরতে শুরু করেছেন ইউনাইটেডের ক্যাপ্টেন। 

    রাতের অন্য খেলায় জয় পেয়েছে টটেনহ্যামও। আর্সেনালের সমান ৪৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে স্পার্স। হ্যারি কেনের দুই গোলে ৩-০ তে নরউইচকে হারিয়েছে পচেতিনোর টটেনহ্যাম। স্পার্সের হয়ে প্রথম গোলটি করেন ড্যালে অ্যালি। ওয়েস্টহ্যাম জিতেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। বোর্নমাউথ হারিয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। অন্যদিকে ওয়েস্ট ব্রম আর সোয়ানসির মধ্যকার খেলাটি ড্র হয়েছে ১-১ গোলে।