• সিরি আ
  • " />

     

    ৪ মাস কম বেতনেও রোনালদোদের সবুজ সংকেত

    ৪ মাস কম বেতনেও রোনালদোদের সবুজ সংকেত    

    নিজেদের খেলোয়াড় ও কোচ মাউরিসিও সারির সঙ্গে নতুন এক চুক্তিতে পৌঁছেছে জুভেন্টাস। আগামী ৪ মাস তাদের বেতনের একটি অংশ ক্লাবের পক্ষ থেকে কেটে নেওয়া হবে। জুভেন্টাসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে খবরটি। 

    চুক্তি অনুযায়ী মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের বেতনের একটি অংশ কম নেবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এই ৪ মাসে কোচ ও খেলোয়াড়দের বেতন থেকে কাটা অর্থের পরিমাণ দাঁড়াবে ৯০ মিলিয়ন ইউরো। সেটা দিয়ে ক্লাব কর্মচারীদের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করা হবে বলে জানিয়েছে জুভেন্টাস।

    সিরি আর মৌসুমে অবশ্য শেষ হয়নি এখনও। লিগের প্রেসিডেন্ট গত সপ্তাহে জুলাই পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, মৌসুম আবার শুরু হলে তখন বেতনের ব্যাপারে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাবে।

    করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় ইউরোপ প্রায় সব লিগের ক্লাবগুলোতেই খেলোয়াড়দের বেতনভাতা কমিয়ে আনার প্রস্তাবের গুঞ্জন চলছে।