• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগ ফুটবলারদের বেতন কম নেওয়ার অনুরোধ যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর

    প্রিমিয়ার লিগ ফুটবলারদের বেতন কম নেওয়ার অনুরোধ যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর    

    করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক জটিলতা নিরসনে বুধবার প্রিমিয়ার লিগ এবং পিএফএ কর্তৃপক্ষের মাঝে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে লিগ কর্তৃপক্ষের তরফ থেকে খেলোয়াড়দের বেতন কমানোর একটি প্রস্তাব দিলেও কিছু কারণে সেটি তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি পিএফএ। তাই এবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিজেই প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের বেতন কমানোর অনুরোধ করেছেন।

    একজন সাধারণ ব্রিটিশ নাগরিকের চেয়ে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের বেতন অনেকগুণ বেশি, আর তাই অভূতপূর্ব এই সময়ে খেলোয়াড়দের ‘পে কাট’ নিতে উৎসাহিত করেছেন হ্যানকক, “আমি মনে করি, করোনার বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে সবার অংশগ্রহণ জরুরী, ‘সবার’ বলতে আমি প্রিমিয়ার লিগ ফুটবলারদেরও এর মাঝে অন্তর্ভুক্ত করছি। প্রিমিয়ার লিগ ফুটবলাররা প্রাথমিকভাবে পে কাট নেওয়ার মাধ্যমে এই জাতীয় লড়াইয়ে অংশ নিতে পারে।”

    এদিকে যদি প্রিমিয়ার লিগ খেলোয়াড়রা শেষ পর্যন্ত বেতনের একটি অংশ ছেড়ে দিতে রাজি না হন, তাহলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোকে অতিরিক্ত ‘উইন্ডফল ট্যাক্স’ দিতে হবে, যেহেতু দুর্যোগপূর্ণ সময়ে প্রিমিয়ার লিগ খেলোয়াড়রা সাধারণের চেয়ে অনেক বেশি আয় করছেন এবং অন্য পেশার লোকেরা পে কাট নিচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের একটি সংসদীয় কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

    ৩০ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডে পেশাদার ফুটবল স্থগিত করা হয়েছে। এদিকে বেশিরভাগ প্রিমিয়ার লিগ ক্লাবই এরই মধ্যে নন-প্লেয়িং স্টাফদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।