লিগ বন্ধ করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে বেলজিয়ামে
করোনভাইরাসের কারণে প্রথম দেশ হিসেবে লিগ বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে বেলজিয়াম। আর চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ক্লাব ব্রুজ। এপ্রিলের ১৫ তারিখের বৈঠকের পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
বেলজিয়ামের লিগ কমিটির বৈঠক শেষ বৃহস্পতিবার জানানো হয়েছে, "এই পরিস্থিতিতে জুনের ৩০ তারিখের পর আবার খেলা চালিয়ে যাওয়া আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। সবাই মিলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা।"
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা গেন্টের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে ছিল ব্রুজ। লিগের বাকি ছিল ১ ম্যাচ। তবে রেলিগেশন ও শীর্ষ পর্যায়ের জন্য এরপর অবশ্য প্লে-অফ ম্যাচ বাকি ছিল। তবে লিগ কমিটি জানিয়েছে ব্রুজকেই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। বিশ্ব মহামারীর সময়ে ফাঁকা মাঠে খেলাও কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছে তারা।