চোখের জলে কারাগার থেকে বিদায় পেলেন রোনালদিনহো
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে অপছন্দ করেন এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। বল পায়ে রোনালদিনহো যে জাদু দেখিয়েছেন সেটা তো আজীবনই মনে রাখবেন সমর্থকরা। সেই রোনালদিনহো যখন প্যারাগুয়ের জেলে আটকে গেছেন, সেখানেও জীবন উপভোগ করেছেন। কয়েদিদের সঙ্গে তার ফুটবল খেলার ভিডিও, ছবি প্রকাশ হয়েছে প্রায়ই। এক মাস প্যারাগুয়ের কারাগারে থেকে সেখানেও রোনালদিনহো তার ছাপ রেখে গেছেন। কারাগার থেকে রোনালদিনহোর মুক্তির দিন তাই কয়েদিরা তাকে বিদায় জানিয়েছে চোখের জলে।
গত মাসে নকল পাসপোর্ট ব্যবহার করে আটক হওয়ার পর প্যারাগুয়ের এক কারাগারে প্রেরণ করা হয়েছিল রোনালদিনহোকে। এর পর কারাগার থেকে বদলি করে তাকে আপাতত একটি হোটেলে বন্দী করে রাখা হয়েছে। কারাগার থেকে রোনালদিনহোকে সরিয়ে নেওয়ার খবর কয়েদিদের মধ্যে চাউর হওয়ার পর তারা বারবিকিউ পার্টি আয়োজন করেছিল। ইএসপিএন বলছে, ওই পার্টি শেষে কয়েদিরা রোনালদিনহো বিদায় দেওয়ার সময় কেঁদেছেন।
৩২ দিন কারগারে কাটানো রোনালদিনহো শুরুর কয়েকদিন অবশ্য কারাগারের ভাবগতিকের সঙ্গে মানিয়ে চলতে বেগ পেয়েছিলেন, তবে এরপর ধীরে ধীরে প্রতিকূল সেই পরিবেশের সঙ্গে ধাতস্থ হয়ে ওঠেন তিনি। কারাগারে থাকাকালীন সময়ে কয়েদিদের সঙ্গে একটি ফুটসাল টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন রোনালদিনহো। কারাগার থেকে অশ্রুসজল বিদায়ের পর রোনালদিনহো ব্রাজিলে ফেরার আগে তাদের সঙ্গে আরও একবার দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে ইএসপিএনের এক সূত্র।
প্রায় ১.৬ মিলিয়ন ডলার মুচলেকা দিয়ে গতকাল বুধবার রোনালদিনহো এবং তার ভাই রবার্তো কারবাস থেকে মুক্তি পান। প্যারাগুয়ের একটি আদালতের বিচারক গুস্তাভো আমারিলা এক ভিডিও ট্রায়ালে তাকে কারাগার থেকে হোটেলে গৃহবন্দিত্বে স্থানান্তরের নির্দেশ দেন। আসুনসিওনের একটি হোটেলেই আপাতত বন্দী থাকছেন তিনি এবং তার ভাই, তবে এই হোটেলে থাকার সময়টিতে তার সাথে যে কেউ দেখা করতে পারবে। রোনালদিনহোর মা করোনাভাইরাসের পর ব্রাজিল-প্যারাগুয়ের সীমান্ত খুলে দেওয়া হলেই তার সঙ্গে সেই হোটেলে দেখা করতে আসবেন, এমনটা জানিয়েছে ইএসপিএন।