• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    করোনায় আক্রান্ত লিভারপুল কিংবদন্তী ডালগ্লিশ

    করোনায় আক্রান্ত লিভারপুল কিংবদন্তী ডালগ্লিশ    

    সাবেক লিভারপুল খেলোয়াড় ও কোচ স্যার কেনি ডালগ্লিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার অন্য এক রোগের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরে সেখানেই তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

    পুরোনো রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক নিতে হাসপাতালে গিয়েছিলেন স্যার কেনি। এর পর সেখানকার চিকিৎসকরাই তার শরীরে করোনা পরীক্ষা করে দেখেন। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার পরিবারের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তির আগে থেকেই নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছিলেন লিভারপুল কিংবদন্তী।

    খেলোয়াড়ি জীবনে লিভারপুলের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপাই জিতেছিলেন ডালগ্লিশ। খেলোয়াড় হিসেবে মোট ৬ বার ও কোচ হিসেবেও লিভারপুলকে ৩ বার লিগ জিতিয়েছেন এই স্কটিশ। ৬৯ বছর বয়সী ব্ল্যাকবার্ন রোভার্সকে নিয়ে জিতেছিলেন প্রিমিয়ার লিগ শিরোপাও। 

    এর আগে একই দিনে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী নরম্যান হান্টারও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।