• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    শাস্তি কমানোর আবেদন করবেন না উমর আকমল

    শাস্তি কমানোর আবেদন করবেন না উমর আকমল    

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী বিধির দুটি ধারা লঙ্ঘনের দায়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলের বিরুদ্ধে গত মাসে অভিযোগ গঠন করা হয়েছিল। ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে তা পিসিবির ভিজিল্যান্স এন্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানোর নিয়ম থাকলেও সেটি করতে ব্যর্থ হওয়াতেই মূলত ফেঁসে গেছেন তিনি। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজ এরই মধ্যে শুরু করেছে পিসিবি, তবে আকমল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই কেসে আত্মপক্ষ সমর্থনের জন্য কিছুই করবেন না তিনি। আকমল কেস না লড়ার সিদ্ধান্ত নিয়ে শুধুই চূড়ান্ত রায়ের অপেক্ষায় থাকার কথা বলেছেন।

    এদিকে উমর আকমল কেস না লড়ার সিদ্ধান্ত না নেওয়ায় এখন আর এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও শুনানি হবে না। পিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান বিচারক (অবসরপ্রাপ্ত) ফজলে-এ-মিরান চৌহানের দপ্তর থেকে অভিযোগগুলো নিশ্চিত করা হলেই তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা আসবে।

    শাস্তি হিসেবে সর্বনিম্ন ৬ মাস থেকে শুরু করে আজীবন নিষিদ্ধও হতে পারেন আকমল। তার সঙ্গে অভিযোগ নিয়ে আর কোনও আলোচনা হবে না বলে জানিয়েছে, এতে করে শাস্তি কমানোর অনুরোধ করারও আপাতত কোনও সুযোগ পাচ্ছেন না এই ব্যাটসম্যান। বিষয়টি নিয়ে পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যানের আদেশ না আসার আগ পর্যন্ত পিসিবি এই বিষয়ে কোনও মন্তব্য করবে না।”

    এই অভিযোগে প্রাথমিকভাবে গত ২০ ফেব্রুয়ারি আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবি। ১৭ মার্চ তার কাছে অভিযোগ গঠনের তথ্য সমৃদ্ধ নোটিশ পাঠানো হয়।

    ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান চৌহানের জন্য অবশ্য এটিই প্রথম কোনও হাই-প্রোফাইল কেস নয়। এর আগে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত নাসির জামশেদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণার দায়িত্ব বর্তেছিল তার ওপর। এছাড়া পিসিবির বোর্ড অফ গভর্নরসের সদস্য নুমান বাটের বিরুদ্ধে অসদাচরণের কেসের বিচার প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।