করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে চীনের হাসপাতাল ছাড়লেন ফেলাইনি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ সপ্তাহের চিকিৎসা শেষ হাসপাতাল ছেড়েছেন মারুয়ন ফেলাইনি। নিজের সোশ্যাল মিডিয়ায় ফেলাইনি লিখেছেন, "কঠিন সময়টা পার করে এসেছেন তিনি।"
২২ মার্চ চীনে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার পর ফেলাইনিকে রাখা হয়েছিল হাসপাতালের আইসোলেশন ইউনিটে। এই সময়ে তার যত্ন নেওয়ার জন্য নিজের ক্লাব শ্যানডং লুনেং ও স্বাস্থকর্মীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ফেলাইনি।
চীনের রিপোর্ট অনুযায়ী জিনান হাসপাতালে ছিলেন ফেলাইনি। সংক্রমণ ব্যধিতে আক্রান্তদের জন্য বিশেষভাবে তৈরি এই হাসপাতাল। আইসোলেশনে থাকার সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অবশ্য নিজের অবস্থার কথা জানাচ্ছিলেন ৩২ বছর বয়সী বেলজিয়ান।
ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনে ১০ বছর কাটিয়ে গত বছর চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন ফেলাইনি।