করোনামুক্ত হলেন রুগানি এবং মাতুইদি
জুভেন্টাসের প্রথম দুই খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ড্যানিয়েলে রুগানি এবং ব্লেইস মাতুইদি সেরে উঠেছেন। গত মাসে এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তারা। জুভেন্টাস নিজেদের অফিসিয়াল টুইটার থেকে এই দুজনের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গত মাসে সিরি আ-র প্রথম হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন রুগানি। এরপরই পুরো জুভেন্টাস দলকে কোয়ারেন্টিনে দেওয়া হয়, সাথে রুগানি আক্রান্তের কয়েকদিন আগে জুভেন্টাসের বিপক্ষে খেলা ইন্টার মিলানও কোয়ারেন্টিনে যায়। এর কিছুদিন পরেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মাতুইদির শরীরেও এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। অবশ্য করোনা শনাক্ত হওয়ার সময় তাদের দুজনের কারোর মাঝেই করোনার লক্ষণ ছিল না।
বিষয়টি নিয়ে দেওয়া জুভেন্টাসের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, পরিপূর্ণ সুস্থ হওয়ায় তাদের এখন আর বাসার অভ্যন্তরে আইসোলেশনে থাকতে হবে না।
রুগানি এবং মাতুইদির পর তৃতীয় জুভেন্টাস খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হওয়া পাউলো দিবালা অবশ্য এরই মধ্যে সেরে উঠেছেন।