• ফুটবল, অন্যান্য
  • " />

     

    গৃহবন্দি রোনালদিনহোর সরাসরি সাম্বা পারফরম্যান্স

    গৃহবন্দি রোনালদিনহোর সরাসরি সাম্বা পারফরম্যান্স    

    প্রায় ৩২ দিন কারাবাসের পর সম্প্রতি বড় অঙ্কের মুচলেকা দিয়ে জেলমুক্তি হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর। তবে কারাগার থেকে ছাড়া পেলেও তার বিরুদ্ধে এরই মাঝে অভিযোগ গঠন করেছে প্যারাগুয়ের কৌঁসুলিরা। তাই মুচলেকা দিয়ে আপাতত আসুনসিওন শহরের একটি চার তারকা হোটেলে গৃহবন্দি রয়েছেন রোনালদিনহো এবং তার ভাই রবার্তো। গৃহবন্দি থাকলেও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাচ্ছেন তারা, এছাড়া পরিবারের সদস্যদের সাথেও হোটেলে দেখা করার অনুমতি রয়েছে তাদের। এদিকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় তার পূর্ণ সুবিধা নিচ্ছেন রোনালদিনহো। সম্প্রতি গৃহবন্দি অবস্থায় থেকেই ব্রাজিলিয়ান সাম্বা ব্যান্ড ‘রেভেলেসাও’-র সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সাম্বা পারফরম্যান্সে অংশ নিয়েছেন তিনি।

    লাইভ পারফরম্যান্সের সময় ভক্তদের অভিবাদন জানিয়েছেন রোনালদিনহো। তবে ভিডিওটির শব্দ খুব একটা পরিষ্কার না হওয়ায় তার কথা ঠিক বোঝা জায়নি বলে জানিয়েছে ইএসপিএন। যদিও লাইভ চলাকালে ‘রেভেলেসাও’ ব্যান্ডের এক সদস্যকে বলতে শোনা গেছে “এই ব্যক্তি করোনাভাইরাসকেও বোকা বানিয়েছে।” মূলত রোনালদিনহোর সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার দিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছে সেই সদস্য, এমনটাই ধারণা করা হচ্ছে।

    রোনালদিনহো এবং তার ভাই বর্তমানে আসুনসিওনে উপনিবেশকালের ডিজাইনে তৈরি পালমাগোরা হোটেলের দুটি স্যুটে অবস্থান করছেন। বর্তমান অবস্থায় ৬ হাজার বর্গমিটার দৈর্ঘ্যের এই হোটেলের প্রায় পুরোটাই ফাঁকা। নিঃসঙ্গ এই সময়ে রোনালদিনহো হোটেলের জিমে প্রচুর সময় কাটাচ্ছেন আর ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

    প্যারাগুয়েতে জাল পাসপোর্ট রাখার দায়ে কারাগারে যেতে হয়েছিল রোনালদিনহোকে।