লারা, টেন্ডুলকার, দ্রাবিড়- ম্যাকগ্রার স্বপ্নের হ্যাটট্রিক তালিকা
ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়- আলাদা করে তিনটি উইকেট এক কথা বলতে গেলে অমূল্য। তিনটি যদি পাওয়া যায় পরপর তিন বলে? তেমন কিছু হয়নি, তবে গ্লেন ম্যাকগ্রার স্বপ্নের হ্যাটট্রিকের তালিকা এমনই।
সব ফরম্যাট মিলিয়ে লারার উইকেট ১৮ বার নিয়েছেন ম্যাকগ্রা, টেন্ডুলকারকে আউট করেছেন ১৩ বার। তবে দ্রাবিড়ের উইকেট নিতে পেরেছেন তুলনামূলক কম- ৬ বার। ক্রিকইনফোর এক ভিডিও সেগমেন্টে লারা বলেছেন, ‘স্বপ্নের হ্যাটট্রিকে’ এ তিনজনকে পেতে চান তিনি।
লারাকে একটু হলেও এগিয়ে রাখতে চান ম্যাকগ্রা
লারা না শচীন, একটা প্রজন্মকে তাড়া করে বেড়ানো এ প্রশ্নের জবাবে ম্যাকগ্রা বলেছেন, সামান্য হলেও লারাকে এগিয়ে রাখতে চান তিনি, “কঠিন। তবে নিজের অভিজ্ঞতা থেকে আমি লারার কথা বলব।”
আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেটের মালিক বলেছেন নিজের কাঙ্খিত বোলিং অর্জন নিয়েও, ঘন্টায় ১০০ মাইল বেগে বল না থাকা নিয়েও।
সমসাময়িক পেসারদের মধ্যে প্যাট কামিন্সকে নিজের পছন্দের বলেও উল্লেখ করেছেন ম্যাকগ্রা।