কুইজ : ব্রায়ান লারার ৩৭৫ নিয়ে কতোটা জানেন আপনি?
১৯৯৪ সালের ১৮ এপ্রিল সকাল ১১.৪৬-এ সর্বোচ্চ টেস্ট ইনিংসের গ্যারি সোবার্সের রেকর্ড ভেঙে দিয়েছিলেন ব্রায়ান চার্লস লারা। সোবার্স বলেছিলেন, লারা রেকর্ড ভাঙায় তিনি খুশি, কারণ তিনি ব্যাটিং করেন যেভাবে করা দরকার- ব্যাট দিয়ে, প্যাড দিয়ে নয়। লারার এ রেকর্ড পরে ভেঙেছিলেন ম্যাথু হেইডেন, তবে নিজের সিংহাসন ফিরে পেতে ত্রিনিদাদের যুবরাজ সময় নেননি খুব একটা, করেছিলেন ৪০০*।
লারার ঐতিহাসিক ৩৭৫ রানের এই ইনিংস নিয়ে কতোটা জানেন আপনি?