সেপ্টেম্বরে মাঠে গড়াবে মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই
মূল সূচি অনুযায়ী মার্চের শেষের দিকে মাঠে গড়ানোর কথা ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই। কিন্তু করোনাভাইরাসের কারণে তাৎক্ষণিকভাবে বাছাইয়ের প্রথম দুই ম্যাচডে পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। তবে গত শুক্রবার এক বিবৃতি দিয়ে আগামী সেপ্টেম্বরে একই ফরম্যাটে সেই বাছাইপর্ব আয়োজনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আগামী বছরের জুন-জুলাইয়ের দিকে কোপা আমেরিকা আয়োজনের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার সবকটি ফুটবল ফেডারেশনের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছে কনমেবল। নির্দিষ্টভাবে দিন-তারিখ উল্লেখ না করলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খেলা মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
যদিও গত সপ্তাহে ফিফা সহ-সভাপতি এবং কনকাকাফ অঞ্চলের প্রধান ভিক্টর মনটাগ্লিয়ানি জানিয়েছিলেন, ২০২১ সালের আগে আন্তর্জাতিক ফুটবল পুনরায় মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। কারণ হিসেবে করোনাভাইরাসের ফলে সৃষ্ট ভ্রমণ জটিলতার কথা উল্লেখ করেছিলেন। তবে কনমেবলের এই ঘোষণাতে সেই বিষয়টি নিয়ে কিছুই বলা হয়নি। বিশ্বকাপ বাছাই শুরুর সময় ঘোষণা করলেও মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কনমেবল। তাই কবে নাগাদ কোপা লিবার্তোদরেস এবং কোপা সুদামেরিকানা আবারও শুরু হবে তা এখনও অনিশ্চিত।
বিবৃতিতে কনমেবল আরও বলেছে, “কঠিন এই সময়ে দক্ষিণ আমেরিকার ফুটবল পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই প্রত্যেক দেশের সরকার এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।”