'ম্যারাডোনা অনেক কথা বলত, মেসিকে লাথি দিলেও সে প্রতিক্রিয়া দেখাবে না'
ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি খেলেছেন আলাদা যুগে। অথচ দুজনের মধ্যে তুলনা হয়েছে অহর্নিশ। আর্জেন্টিনার জার্সি গায়ে ম্যারাডোনা আর মেসির সেই তুলনা চলছে অনেক দিন ধরেই। তবে দুজনকেই যারা কাছ থেকে দেখেছেন, তাদের মধ্যে একজন মেক্সিকোর সাবেক কোচ হাভিয়ের আগুইরে। দুজনের খেলার ধরন নিয়ে তুলনা না করলেও চারিত্রিক দিক দিয়ে বেশ অমিল দেখতে পেয়েছেন আগুইরে।
খেলোয়াড় হসেবে ম্যারাডোনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আগুইরে, পরে কোচ হিসেবে মেসিকে আটকানোর ছক কষতে হয়েছে তাকে। পার্থক্যটাও ধরা পড়েছে তার চোখে, “আমি ম্যারাডোনার বিপক্ষে জীবনে চারবার খেলেছি, সে অসাধারণ খেলোয়াড়। তাদের মাঝে বড় পার্থক্যটা হচ্ছে ম্যারাডোনা মাঠে অনেক কথা বলত, রেফারিদের সাথে, সতীর্থদের সাথে, তবে মেসি সেটা করে না। মেসি বেশ শান্ত প্রকৃতির, সে কোচের সঙ্গে বা রেফারিদের সঙ্গে খুব একটা বাক্য বিনিময় করে না, আপনি তাকে লাথি দিলেও হয়ত সে প্রতিক্রিয়া দেখাবে না। আপনি শুধু তার পায়ে বল তুলে দিলেই হল, সে নিজের কাজটা করে নেবে। ম্যারাডোনা এই দিক দিয়ে তার চেয়ে বেশ ভিন্ন ছিল।”
“তবে তারা দুজনই অসাধারণ খেলোয়াড়। তাদের বিপক্ষে খেললেও আপনাকে তাদের প্রশংসা করতেই হবে।”
২০০২ এবং ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আগুইরে, মাঝে ওসাসুনার দায়িত্ব নিতে এসেছিলেন স্পেনে। তখনই প্রথম মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন তিনি, এরপর অসংখ্যবার মেসির বিপক্ষে তার দল খেলেছে, তবে মেসিকে আটকানোর কোনও টোটকা আজও খুঁজে পাননি তিনি, “তাকে ঠেকানো অনেক কঠিন। আমি সম্ভাব্য সবকিছুই করেছি তাকে ঠেকানোর জন্য। ম্যান মার্ক করা, দুজন দিয়ে তাকে মার্ক করা, এমনকি তাকে লাথি দিয়েও ঠেকানোর চেষ্টা করেছি। কিন্তু মেসিকে রুখে দেওয়া অসম্ভব।”