৪ মাস পর নিজ শহরে ফিরল উহানের ফুটবল দল
উহানের ফুটবল ক্লাব উহান জল প্রায় ৪ মাস পর নিজেদের শহরে ফিরেছে। চীনের উহার প্রদেশের এই ক্লাবটি চায়নিজ সুপার লিগে অংশ নেয়। লম্বা সময় পর নিজেদের শহরে ফিরে সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে ক্লাবটি। রেল স্টেশনে ক্লাবের স্কার্ফ ও পতাকা নিয়ে খেলোয়াড়দের বরণ করে নিয়েছেন স্থানীয়রা।
প্রায় শখানেক সমর্থক স্টেশনে হাজির হয়েছিলেন উহানের খেলোয়াড়দের বরণ করে নিতে। গলা ফাটিয়ে, খেলোয়াড়দের ফুল দিয়ে ১০২ দিন পর ক্লাবের খেলোয়াড়দের নিজ শহরে ফেরার মুহুর্তটা স্মরনীয় করে রেখেছেন তারা।
ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে চায়নিজ সুপার লিগের নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। এর আগে ২ জানুয়ারি প্রাক মৌসুম অনুশীলনের জন্য উহান জল গুয়াংজু পাড়ি জমায়। কিন্তু এরপর উহানজুড়ে লকডাউন জারি হওয়ার পর আর সেখানে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত উহানের লকডাউন চলেছিল ৭৬ দিন পর্যন্ত।
চায়নিজ লিগ স্থগিত ঘোষণা করা হলে ক্লাবটি জানুয়ারির শেষদিকে স্পেনে পাড়ি জমায়। মালাগার কাছাকাছি একটি ক্যাম্পে নতুন অনুশীলন ক্যাম্প শুরু করেছিল তারা। তবে স্থানীয়রা ধারণা করছিলেন এই দল হয়ত স্পেনের শহরটিতেও ভাইরাসের সংক্রমণ ঘটাচ্ছেন। এই আশঙ্কার থেকে কিছুদিন পর পরই খেলোয়াড় ও কোচদের করোভাইরাস পরীক্ষা করা হয়েছে। যদিও কারও শরীরেই এই ভাইরাসের উপস্থিতি আর মেলেনি। স্পেনজুড়ে চলা সমালোচনা পর ক্লাবটির স্প্যানিশ কোচ হোসে গঞ্জালেস তখন কড়া ভাষা প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন, "আমার খেলোয়াড়দের শরীর পরীক্ষা করা হয়ছে। তারা ভাইরাস নিয়ে হেঁটে বেড়াচ্ছে না। তারা কেবল অ্যাথলেট।"
খেলোয়াড়রা আক্রান্ত না হলেও কোচ অবশ্য নিশ্চিত করেছেন, এই সময়ে খেলোয়াড়দের একজন কোভিড-১৯ এ আক্রান্ত পরিবারের সদস্য হারিয়েছেন।
স্পেনে থাকা অবস্থায় মার্চের ২ তারিখ উহান জল উপস্থিত ছিল সান্তিয়াগো বার্নাব্যুতেও। সেখানে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচও উপভোগ করেছে দলটি। এর পর স্পেনে পরস্থিতির অবনতি ঘটার সময় ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে চীনে। উহান জল এরপর মার্চের ১৬ তারিখ ফিরে যায় নিজ দেশে। সেনজেনে ফিরে ৩ সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন শেষে আরও এক শহর হয়ে এরপর অবশেষে উহান পৌঁছেছে তারা।