• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ফাঁকা মাঠেও ম্যাচ আয়োজনের অনুমতি নেই, বাতিল হতে যাচ্ছে ডাচ লিগ

    ফাঁকা মাঠেও ম্যাচ আয়োজনের অনুমতি নেই, বাতিল হতে যাচ্ছে ডাচ লিগ    

    নেদারল্যান্ডসের সরকার বড় পরিসরের যে কোনো আয়োজনের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর চলতি মৌসুমে আর লিগ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। যদিও লিগ মৌসুম বাতিলের আগে ইউয়েফাকে আনুষ্ঠানিকভাবে জানানো সম্প্রতি বাধ্যতামূলক করা হয়েছে, নয়ত শাস্তির মুখে পড়তে হবে। তাই আগামী শুক্রবার বিষয়টি নিয়ে ইউয়েফার সাথে আলোচনার পরই চূড়ান্ত ঘোষণা দেবে কেএনভিবি।

    মঙ্গলবার ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে দেশটিতে করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের পেশাদার খেলা, সঙ্গীত উৎসব সহ বড় পরিসরের সব আয়োজন আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে। এতে যথা সময়ের মাঝে ডাচ লিগের এই সময়ের খেলা শেষ করা কার্যত অসম্ভব। তাই ডাচ লিগ কর্তৃপক্ষ এই মৌসুমের খেলা পুনরায় শুরুতে নিজেদের অনিচ্ছা এবং দেশটির অবস্থা জানিয়ে ইউয়েফার কাছ থেকে লিগ মৌসুম বাতিলের আবেদন করবে। এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে কেএনভিবি।


    বিবৃতিতে কেএনভিবি বলেছে, “১ সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফাঁকা মাঠেও ম্যাচ আয়োজনের অনুমতি পাচ্ছি না। এ কারণে পেশাদার ফুটবল বোর্ড ২০১৯-২০ মৌসুম আর না খেলানোর বিষয়ে একমত হয়েছে। সরকারী সিদ্ধান্তের পর এখন আমরা বিষয়টি নিয়ে ইউয়েফার সঙ্গে আলোচনা করব। আর শুক্রবার লিগ অন্য স্টেকহোল্ডার এবং ক্লাবগুলোর সঙ্গে বসব।”

    শুক্রবার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে লিগ বাতিল হবে নাকি চ্যাম্পিয়ন ঘোষণাসহ অন্য সব পজিশনগুলোও বর্তমান নিয়মানুযায়ী নির্ধারণ করা হবে, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে কেএনভিবি। বর্তমানে ডাচ লিগে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আয়াক্স, তবে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে এজে আলকামার। আর তাই সংশ্লিষ্টদের মতে পয়েন্ট তালিকার এমন অবস্থায় চ্যাম্পিয়ন ঘোষণার পথে না গিয়ে কেএনভিবির লিগ বাতিল করে দেওয়ার সম্ভাবনাই বেশি।

    আনুষ্ঠানিকভাবে যদি ডাচ লিগ এই মৌসুমে আর মাঠে না গড়ায়, তাহলে আয়াক্সের হয়ে হয়ত নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ক্লাবটির মরোক্কান ফরোয়ার্ড হাকিম জিয়েখ। গত ফেব্রুয়ারিতে প্রায় ৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে দলে টেনেছিল চেলসি। তবে এই মৌসুমের বাকি অংশ আয়াক্সেই খেলার কথা ছিল তার। আর মৌসুম বাতিলের সঙ্গে তাই ইতি ঘটবে জিয়েখের আয়াক্স পর্বেরও।