• ফুটবল, অন্যান্য
  • " />

     

    ব্রাজিলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নেইমার এবং অ্যালিসন

    ব্রাজিলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নেইমার এবং অ্যালিসন    

    করোনাভাইরাসের কারণে দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর প্রাণ হারিয়েছেন ২৭৪১ জন। এমন অবস্থায় দেশটির চিকিৎসাখাত এবং আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আর সিবিএফের সঙ্গে মিলে এই অনুদান ফান্ড তৈরিতে এগিয়ে এসেছেন নেইমার, অ্যালিসন বেকার, দানি আলভেসসহ দেশটির প্রায় ৫৭ জন ফুটবলার। সবাই মিলে এরই মধ্যে প্রায় ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ দান করছেন।

    অনুদান নিয়ে সিবিএফের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে নেইমার প্রতিকূল এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন, “এমন কঠিন সময়ে অনেক পরিবারের সাহায্য প্রয়োজন, তাই তাদের সাহায্য করাটা আমাদের দায়িত্ব।”

    সংগৃহীত অর্থ তিনটি দাতব্য সংস্থার মাঝে বণ্টন করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিবিএফ প্রধান রজেরিও কাবকলো। ঐ তিনটি ব্রাজিলের ঘনবসতিপূর্ণ ফাভেলাগুলোয় বসবাস করা প্রায় ৩২ হাজার পরিবারের মাঝে খাদ্য এবং স্যানিটারি পণ্য সরবরাহে ব্যয় করবে। ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে এবং খেলোয়াড়রা সাধারণ লোকজনকেও সামর্থ্য অনুযায়ী নিম্নবিত্তদের পাশে দাড়াতে অনুরোধ করেছেন। 

    সিবিএফের এই অনুদান সংগ্রহের আগে দুঙ্গা, জিকো, পাওলো রবার্তো ফ্যালকাওসহ ব্রাজিলের বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় মিলেও ভিন্ন একটি ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় মিলিয়ন ডলার সংগ্রহ করে করোনার ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন।