চ্যাম্পিয়ন নির্ধারণ না করেই শেষ হয়ে গেল ডাচ লিগ
চ্যাম্পিয়নের নাম ঘোষণা না করেই করোনাভাইয়ারসের কারণে শেষ করে দেওয়া হয়েছে ২০১৯-২০ মৌসুমের ডাচ এরডিভিসি। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও তাই লিগ জেতা হচ্ছে না আয়াক্সের। ডাচ লিগের ৬৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ সম্পন্ন হলো কোনো চ্যাম্পিয়ন ছাড়াই।
প্রধানমন্ত্রী মার্ক রুটের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত কোনো ধরনের ফুটবল মাঠে গড়াবে না নেদারল্যান্ডসে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল এই মৌসুম আর শেষ হবে না। তবে ইউয়েফা নির্দেশনা দিয়েছিল লিগের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে মৌসুম সম্পন্ন করতে। ডাচ লিগ অবশ্য সে পথে আর হাঁটেনি।
২৫ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে আয়াক্স লিগে ছিল সবার ওপরে। অবশ্য দুইয়ে থাকা এজেড আলকামারের পয়েন্টও ছিল সমান। গোলব্যবধানে আয়াক্সের চেয়ে পিছিয়ে ছিল তারা।
এই মৌসুমে ডাচ লিগে হচ্ছে না কোনো রেলিগেশনও। তাই পরের মৌসুমেও নতুন কোনো দল প্রমোশন পাচ্ছে না। চ্যাম্পিয়ন ঘোষণা করা না হলেও শীর্ষস্থানে থাকায় আয়াক্স পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্বের শেষ ধাপে অংশ নেবে। আর দুইয়ে থাকা এজেড আলকামারকে খেলতে হবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ড থেকে।