• ফুটবল, অন্যান্য
  • " />

     

    করোনার ক্ষতি পোষাতে ফিফার ১৫০ মিলিয়ন ডলারের প্যাকেজের অংশ হবে বাংলাদেশও

    করোনার ক্ষতি পোষাতে ফিফার ১৫০ মিলিয়ন ডলারের প্যাকেজের অংশ হবে বাংলাদেশও    

    করোনাভাইরাসের কারণে অভূতপূর্ব অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বিশ্ব ফুটবল। দুয়েকটি দেশ ছাড়া ফিফার ২১১ সদস্য দেশের প্রায় সবকটিতেই মাঠে ফুটবল নেই এখন। এমন অবস্থায় সদস্যদেশগুলোর আর্থিক ক্ষতি কিছুটা প্রশমন করতে প্রায় ১৫০ মিলিয়ন ডলারের জরুরী অর্থ সহায়তা প্যাকেজ নিয়ে হাজির হয়েছে ফিফা। পর্যায়ক্রমে ফিফার সকল সদস্য দেশের মাঝে এই অর্থ বণ্টন করে দেওয়া হবে, ভাগ পাওয়ার কথা বাফুফেরও। শনিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

    ফিফার এই প্যাকেজের মাধ্যমে জরুরী ভিত্তিতে প্রতিটি সদস্য দেশের ফুটবল ফেডারেশন ৫ লাখ ডলার করে অর্থ সহায়তা পাবে, সঙ্গে ফরোয়ার্ড ২.০ প্রকল্পের আওতায় আরও কিছু অর্থ পেতে পারে তারা। করোনাভাইরাসের কারণে চলমান বৈশ্বিক সংকটে ফুটবল ফেডারেশনগুলোকে সহায়তায় এটিকে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, “মহামারীর ফলে বিশ্ব ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে, আর তাই এমন প্রতিকূল সময়ে অভিভাবক সংস্থা হিসেবে যাদের সাহায্য দরকার তাদের পাশে থাকাটা ফিফার দায়িত্ব।”

    “অনেক ফেডারেশনই এখন ব্যাপক আর্থিক জটিলতার মাঝে রয়েছে, তাই তাদের জরুরী ভিত্তিতে অর্থ সহায়তা দেওয়াটাই আমাদের প্রথম পদক্ষেপ। আমরা পরবর্তীতে ধাপে ধাপে পুরো বিশ্বের ফুটবল কমিউনিটির জন্য আরও বড় মাপের ত্রাণ প্যাকেজের পরিকল্পনা করছি।”

    ফিফা এই অর্থ ২০১৯ এবং ২০২০ সালের অপারেশনাল ফান্ডিং খাত থেকে সরবরাহ করছে। সাধারণ সময়ে ফেডারেশনগুলো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাফল্য দেখাতে পারলে এই অর্থ বাৎসরিকভাবে তাদের প্রদান করা হত।